PM Kisan Nidhi:: গতকালই তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শপথ নিয়েই কৃষিখাতে বিপুল বরাদ্দ করলেন প্রধানবমন্ত্রী। এদিন PM Kisan Nidhi-র ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদী। এর ফলে দেশের ৯ কোটি কৃষক সরাসরি উপকৃত হবে।
কুর্সিতে বসেই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সিদ্ধান্ত। PM Kisan Nidhi-র ১৭তম কিস্তি ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। তৃতীয় মেয়াদের গতকালই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েই কৃষক কল্যানে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কৃষকরা দীর্ঘদিন ধরে এই কিস্তির অপেক্ষায় ছিলেন।
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশের ৯ কোটিরও বেশি কৃষককে বড় উপহার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PM কিষাণ সম্মান নিধির ১৭ তম কিস্তি হিসাবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকরা দীর্ঘদিন ধরে এই কিস্তির অপেক্ষায় ছিলেন। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই"।
২০১৯ সালে চালু হওয়া, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পটি যোগ্য কৃষকদের বার্ষিক ৬হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই পরিমাণ প্রতি চার মাসে প্রতি ২ হাজার টাকার তিনটি সমান কিস্তিতে বিতরণ করা হয়, যা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। অন্তর্বর্তী বাজেট অনুসারে, সরকার ২০২৪-২০২৫ -এর জন্য কৃষি মন্ত্রকের জন্য ১.২৭ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। যা ২০২৩-২০২৪ অর্থবছরের তুলনায় কিছুটা বেশি। ২০২৪ সালের জুলাই মাসে সম্পূর্ণ বাজেট ঘোষণা করা হতে পারে। ১৬ তম কিস্তিতে ৯ কোটিরও বেশি কৃষককে ২১ হাজার কোটি টাকার বেশি ছাড় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : < Sealdah Division: সপ্তাহের প্রথম কাজের দিনেই ডাহাফেল পূর্বরেল! চূড়ান্ত দুর্ভোগে নাকাল শিয়ালদহ শাখার যাত্রীরা >
সূত্রের খবর আজ বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার রাতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি, ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী পদে শপথ নেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর পর মোদীই দ্বিতীয় ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।
শপথ নেওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে এক ট্যুইট বার্তায় লিখেছেন, "দেশের ১৪০ কোটি মানুষের সেবা এবং দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি ও তাঁর মন্ত্রী পরিষদ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন। তিনি বলেন, 'এবারের মন্ত্রী পরিষদ তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ। জনগণের জীবনমান উন্নয়নে আমরা কোনো খামতি রাখব না'।