scorecardresearch

মোদীর জন্য়ই বিহার জয় এনডিএ-র: চিরাগ

‘‘আমার মনে হয়, নরেন্দ্র মোদীজির জন্য়ই বিহারে সরকার গড়তে পারছে এনডিএ। আমি নিশ্চিত, ওঁর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগোবে’’।

Chirag Paswan, চিরাগ পাসোয়ান
চিরাগ পাসওয়ান

বিহারে ভোটের মুখে নীতীশ কুমারের বিরুদ্ধে ঝড় তুলে একলা লড়ার কৌশল নিয়ে ট্য়ুইস্ট তৈরি করেছিলেন রামবিলাস পাসওয়ান পুত্র-চিরাগ। বিহার ভোটের ফল দেখে অনেকের মত, এলজেপির একলা লড়াইয়ের কৌশলেই পাটলিপুত্রে এবার ধরাশায়ী হয়েছে নীতীশের জেডিইউ। কোনও মতে জয় ছিনিয়ে বিহারের ক্ষমতা ধরে রেখেছে এনডিএ। বিহারবাসীর রায়ের পর এনডিএ-র সাফল্য়ের কাণ্ডারী হিসেবে নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিলেন এলজেপি প্রেসিডেন্ট।

এ প্রসঙ্গে এদিন চিরাগ পাসওয়ান বলেছেন, ‘‘আমার মনে হয়, নরেন্দ্র মোদীজির জন্য়ই বিহারে সরকার গড়তে পারছে এনডিএ। আমি নিশ্চিত, ওঁর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগোবে’’।

বিহার নির্বাচনে একলা লড়ে সাকুল্য়ে ১টি আসন কব্জা করতে পেরেছে লোক জনশক্তি পার্টি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৩ কেন্দ্রে প্রার্থী দিয়েছিল চিরাগের দল। তবে, এবারের নির্বাচনে যে পরিস্থিতিতে তাঁরা লড়েছেন, তাতে তাঁর দলের সাফল্য়কেই তুলে ধরেছেন চিরাগ।

আরও পড়ুন: মহাজোটকে ডুবিয়ে ছাড়ল ‘দুর্বল’ কংগ্রেস, বিহারে ঘুরে দাঁড়াল বামেরা

বিহারে এলজেপির পারফরম্য়ান্সের তারিফ করে চিরাগ বলেছেন, ‘‘যেদিন আমার বাবা মারা যান, সেদিন আমি বিজেপির প্রার্থীদের তালিকা পাই। সেসময় কোন কেন্দ্রে আমরা প্রার্থী দেব, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল। বাবার মৃত্য়ুর পর নিয়মরীতি মেনে ১০ দিন বাড়ির বাইরে বেরিয়ে প্রচারে যোগ দিতে পারিনি। এই পরিস্থিতিতে বলব, আমাদের দল ভাল করেছে’’।

তাঁর আরও কথায়, ‘‘একটা ব্য়াপারে খুশি যে বিহার এলজেপিকে ভালবাসা দিয়েছে। প্রায় ২৫ লক্ষ ভোটার ‘বিহার প্রথম, বিহারী প্রথম’-এর উপর ভরসা রেখেছেন। আমরা একা লড়ে ৬ শতাংশ ভোট সুনিশ্চিত করেছি…কয়েকটি কেন্দ্রে আমরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম। বিহারের রায় আমাদের আভাস দিয়েছে যে, ২০২৫ সালে আমরা আমাদের টার্গেটের কাছাকাছি রয়েছি’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Nda victory in bihar because of modi chirag paswan