Advertisment

LOKSABHA ELECTION 2024: ১৯-এর তুলনায় প্রথম দফায় ভোটের হার কিছুটা কমল, নজরে তামিলনাডু

সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৭১ শতাংশ। বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে, ৭৭.৫৭ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha elections voting"," lok sabha elections first phase"," tamil nadu first phase voting"," lok sabha elections 2024 news"," lok sabha elections 2024 latest news

১৯-এর তুলনায় প্রথম দফায় ভোটের হার কিছুটা কম, নজরে তামিলনাডু

বিক্ষিপ্ত হিংসার মধ্যেই মিটল বাংলার তিন আসনে ভোটপর্ব। লোকসভা নির্বাচনের আজ প্রথম পর্ব। এই পর্বে ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে ১৬০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজ সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ।

Advertisment

কমিশনের দেওয়া তথ্য অনুসারে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৭১ শতাংশ। বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে, ৭৭.৫৭ শতাংশ। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রথম দফায় ভোটের হার ছিল ৬৯.৪৩ শতাংশ। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কমিশনের তথ্য অনুসারে লোকসভা ভোটের প্রথম দফায় ভোটের হার ৬০ শতাংশ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রথম দফায় ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যেম সরকার নির্বাচন করবেন। এর মধ্যে ৮.৪ কোটি পুরুষ এবং ৮.২৩ কোটি মহিলা ভোটার রয়েছেন। ৩৫.৬৭ লাখ ভোটার প্রথমবারের জন্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে ২০ থেকে ২৩ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি। এর জন্য ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুসারে বাংলা এবং মণিপুরের কিছু অংশে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।

বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি সমর্থকরা ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং কোচবিহারের শীতলকুচিতে তাদের দলের কর্মীদের মারধর করেছে, এমনকি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিকে, মণিপুরে, থামানপোকপিতে একটি ভোটকেন্দ্রের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত হিংসা সত্ত্বেও, ভোটগ্রহণ শেষ হওয়ার সময় মণিপুরে (৬৭.৪৬%) এবং বাংলায় (৭৭.৫৭%) ভোট পড়েছে।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরতে মরিয়া। অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নেমেছে। সকলের নজর এবার তামিলনাড়ুর দিকে। সেখানে ৩৯ লোকসভা আসনে ভোট চলছে। বিজেপি দক্ষিণের রাজ্যে আরও ভাল ভোটের আশা করছে। এদিন বিহারে সর্বনিম্ন ৪৬.৩২% ভোট পড়েছে।

loksabha election 2024
Advertisment