Advertisment

Rahul Gandhi on PM Modi: 'শিক্ষা মাফিয়াদের কাছে অসহায় মোদী', NEET-PG বাতিলে কেন্দ্রকে তুলোধোনা রাহুলের

NEET-PG বাতিলের বিজ্ঞপ্তির পরই কেন্দ্রকে তুলোধোনা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে বলেছেন, 'নরেন্দ্র মোদী সম্পূর্ণ অসহায়'।

author-image
IE Bangla Web Desk
New Update
neet exam

'শিক্ষা মাফিয়াদের কাছে অসহায় মোদী',NEET-PG বাতিলে কেন্দ্রকে তুলোধোনা রাহুলের

Rahul Gandhi on PM Modi: দেশের মেডিক্যাল পরীক্ষার্থীদের জন্য আরও এক ধাক্কা। স্বাস্থ্য মন্ত্রক আজ, রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (এনইইটি পিজি) ২০২৪ স্থগিত করেছে, যা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (এনবিই) দ্বারা পরিচালিত হয়।
এদিকে NEET-PG বাতিলের বিজ্ঞপ্তির পরই কেন্দ্রকে তুলোধোনা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে বলেছেন, 'নরেন্দ্র মোদী সম্পূর্ণ অসহায়'।

Advertisment

স্বাস্থ্য মন্ত্রকের তরফে রবিবার (২৩ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া NEET-PG পরীক্ষা বাতিলের ঘোষণার পরই, রাহুল গান্ধী কেন্দ্র তথা মোদী সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন।

একের পর এক পরীক্ষা বাতিল ঘোষণা করায় কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা মাফিয়াদের সামনে সম্পূর্ণ অসহায়। ছাত্রদের ভবিষ্যতের জন্য বিজেপি সরকারই সবচেয়ে বড় ক্ষতির কারণ বলেও দাবি করেন তিনি।

রাহুল গান্ধী টুইট করে বলেছেন, 'এখন NEET-PGও স্থগিত করা হয়েছে! এটি নরেন্দ্র মোদীর শাসনকালে 'বিধ্বস্ত' শিক্ষা ব্যবস্থার আরেকটি 'দুর্ভাগ্যজনক উদাহরণ।' তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে 'অযোগ্য' বলে বর্ণনা করেছেন। রাহুল বলেন, 'এখন এটা স্পষ্ট যে মোদী শিক্ষা মাফিয়াদের সামনে সম্পূর্ণ অসহায়'।

আরও পড়ুন : < Suraj Revanna arrested: দলের পুরুষ কর্মীকে ডেকে যৌন হেনস্তা! গ্রেফতার প্রজ্জ্বলের দাদা সুরজ রেভান্না >

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ 'অযোগ্য' সরকার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। আমাদের তাদের হাত থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে'। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া NEET PG পরীক্ষা স্থগিত করেছে। শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষা পরিচালনায় কথিত অনিয়মের জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছে মোদী সরকার। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের প্যানেলের নেতৃত্বে থাকবেন প্রাক্তন ইসরো প্রধান কে রাধাকৃষ্ণান।

rahul gandhi modi NEET-PG
Advertisment