চুপ কেন কেজরিওয়াল? প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ঘটনার বিবৃতিতে দেওয়ার পরিবর্তে অভিযুক্ত বৈভব কুমারকে "নির্লজ্জভাবে" সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেজরিওয়াল।
স্বাতি মালিওয়াল মামলায় অরবিন্দ কেজরিওয়ালের কোনও বক্তব্য এখনও সামনে আসেনি। বৃহস্পতিবার, তিনি সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তাকে এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কার্যত এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান।
রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়ালের সঙ্গে লাঞ্ছনার ঘটনা নিয়ে এবার কেজরিওয়ালকে নিশানা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আপ সুপ্রিমোকে নিশানা করে বলেন, এটি অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য! অরবিন্দ কেজরিওয়াল তারই দলের সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার বিষয়ে একটি শব্দও বলেননি। এমন ঘটনার পরও কেজরিওয়াল অভিযুক্তকে নিয়ে 'নির্লজ্জভাবে' ঘোরাফেরা করছেন।
অর্থমন্ত্রী নির্মলা বলেছেন যে ১৩ মে, ঘটনার দিন থেকে অরবিন্দ কেজরিওয়াল তার নিজের দলের রাজ্যসভার সাংসদের বিষয়ে একটি শব্দও বলেননি। পাশাপাশি তিনি ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।