Advertisment

Parakala Prabhakar: ফের মোদী এলে বদলে যাবে ভারতের মানচিত্র! ভয়ঙ্কর দাবি নির্মলা সীতারমণের স্বামীর

এর আগে নির্বাচনী বন্ড নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেছিলেন, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP,Nirmala Sitharaman,Parakala Prabhakar,PM Narendra Modi, Lok Sabha Election, Finance Minister Nirmala Sitharaman, Finance Minister Nirmala Sitharaman Husband, Nirmala Sitharaman Husband Parakala Prabhakar, Nirmala Sitharaman Husband Parakala Prabhakar on Election, Nirmala Sitharaman Husband Parakala Prabhakar on BJP, Parakala Prabhakar on 2024 Election, Parakala Prabhakar on PM Narendra Modi,

এর আগে নির্বাচনী বন্ড নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলে তিনি বলেছিলেন, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি

ফের মোদী এলে বদলে যাবে ভারতের মানচিত্র! ভয়ঙ্কর দাবি নির্মলা সীতারমণের স্বামীর। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর জন্য নরেন্দ্র মোদীর সরকারকে ভুগতে হবে, এমনটাই মন্তব্য করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। এবার অর্থনীতিবিদ পরকলা প্রভাকর দাবি করেছেন, এই বছরের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে দেশে আগামীদিনে আর কোন নির্বাচন হবে না। এমনকী বদলে যাবে দেশের মানচিত্র।

Advertisment

লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্থনীতিবিদ পরকলা প্রভাকর। তিনি বলেন, '২০২৪ সালে আবার একই সরকার গঠিত হলে এর পর দেশে আগামী দিনে আর কোন নির্বাচন হবে না। তাঁর বক্তব্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছে কংগ্রেস। পরকলা প্রভাকর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী।

দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস খোদ পরকাল প্রভাকরের বক্তব্যের ভিডিও শেয়ার করেছে। সারা দেশে মণিপুরের মতো পরিস্থিতি হতে পারে বলেও দাবি করেন তিনি। কংগ্রেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১.৪৯ মিনিটের দীর্ঘ ভিডিও শেয়ার করেছে এবং সারা দেশে লাদাখ-মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হবে বলে পরকাল প্রভাকরের বক্তব্য তুলে ধরে দল আরও বলেছে, "পরকলা জি একজন সুপরিচিত অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী।"

অর্থনীতিবিদ পরকলা প্রভাকর একটি ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাত্কার দিয়েছিলেন। যেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো দেশে সরকার গঠন হলে তার কী ভবিষ্যত? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি এমন হয়, তাহলে এ সম্ভাবনাও রয়েছে আপনি দেশে আগামী নির্বাচন আশা করতে পারবেন না। যদি এই সরকার ২০২৪ সালের নির্বাচনের ফিরে আসে তাহলে এর পর দেশে আর কোন নির্বাচন হবে না বলেও দাবি করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ।

প্রভাকর আরও বলেন, "এখন আপনার কাছে দেশের যে সংবিধান এবং মানচিত্র রয়েছে তা সম্পূর্ণ পাল্টে যাবে। যাকে আপনি চিনতেও পারবেন না"। নির্মলা সীতারামনের স্বামী পরকালাও সারা দেশে মণিপুরের মতো পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে সতর্ক করে বলেন, "এই মুহূর্তে আপনি অনুভব করছেন যে মণিপুরে হিংসা হয়েছে, আপনার রাজ্য বা অঞ্চলে তেমন পরিস্থিতির কোন সম্ভাবনা নেই। এমন ভাবার কোন কারণ নেই, কারণ মণিপুরে আজ যা হচ্ছে তা আগামীকাল সেই পরিণতি আপনার বা আমার রাজ্যে তৈরি হতে পারে"।

modi loksabha election 2024
Advertisment