Advertisment

Prashant Kishor Attacks Nitish Kumar: ক্ষমতায় থাকতে মোদীর পা ছুঁয়ে প্রণাম, নীতীশকে নিশানা প্রশান্ত কিশোরের

বিহারের ছেলেমেয়েদের চাকরির কথা বলেনি। বিহারের জেলাগুলিতে চিনি কারখানা চালু করার দাবি তুলে ধরেন নি। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে এমন কোনো দাবি ছিল না নীতীশ কুমারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Prashant Kishor - Nitish Kumar

"মোদীর ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে নীতীশ কুমারের মুখ্য ভূমিকা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী কীভাবে তার অবস্থানকে কাজে লাগাচ্ছেন?" কিশোর ড.

ক্ষমতায় থাকতে মোদীর পা ছুঁয়ে প্রণাম! নীতীশকে নিশানা ভোট কুশলী প্রশান্ত কিশোরের। শুক্রবার প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা স্পর্শ করেছেন।

Advertisment

শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি অভিযোগ করেছেন ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "পা ছুঁয়েছেন " নীতীশ। শুক্রবার তার জন সুরাজ প্রচারের অংশ হিসাবে এখানে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে কিশোর বলেছিলেন যে কয়েক দিন আগে দেশ নিশ্চয়ই দেখেছে যে দেশের প্রথম সারির মিডিয়া বলছে যে ভারত সরকারের 'কমান্ড' নীতীশ কুমারের হাতে। নীতীশ কুমার না চাইলে দেশে সরকার গঠন হবে না। নীতীশ কুমারের হাতে এত ক্ষমতা।

তিনি বলেন, "নীতীশ কুমার বিনিময়ে কী চেয়েছিলেন?" বিহারের ছেলেমেয়েদের চাকরির কথা বলেনি। বিহারের জেলাগুলিতে চিনি কারখানা চালু করার দাবি তুলে ধরেন নি। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে এমন কোনো দাবি ছিল না নীতীশ কুমারের। বিহারের মানুষ নিশ্চয়ই ভাবছে তাহলে কী চেয়েছেন নীতীশ? নীতীশ কুমার দাবি করেছিলেন যে তাকে ২০২৫ সালের পরেও মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন, তিনি বিহারের সকল মানুষের সম্মান বিক্রি করেছেন।

আরও পড়ুন : < G7 summit 2024: তৃতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর মোদীর, বাইডেন-ট্রুডোর সঙ্গে বৈঠক, কী বার্তা প্রধানমন্ত্রীর? >

নীতীশকে নিশানা করে কিশোর বলেন, "১৩ কোটি মানুষের নেতা, যিনি আমাদের জনগণের গর্ব, তিনি সারা দেশের সামনে মাথা নত করছেন এবং মুখ্যমন্ত্রী থাকার জন্য মোদীর পা স্পর্শ করছেন।" তিনি আরও বলেছেন, "একটি রাজ্যের নেতা সেই রাজ্যের জনগণের গর্ব। কিন্তু নীতীশ কুমার যখন মোদীর পা ছুঁয়েছিলেন তখন বিহারের সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছেন,"। উল্লেখ্য, নীতীশ কুমারের জেডি (ইউ) লোকসভা নির্বাচনে ১২ টি আসন জিতে বিজেপির দ্বিতীয় বৃহত্তম মিত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

NDA modi Nitish Kumar Prashant Kishore
Advertisment