Advertisment

"১০ নভেম্বরের পর তেজস্বীর কাছে মাথা নত করবেন নীতীশ!", কটাক্ষ চিরাগের

"এটাই আমার শেষ নির্বাচন", প্রচার সভায় ঘোষণা করলেন নীতীশ কুমার

author-image
IE Bangla Web Desk
New Update
Chirag Paswan, চিরাগ পাসোয়ান, নীতীশ কুমার

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

যত সময় এগোচ্ছে ততই রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে বিহার নির্বাচনকে ঘিরে। বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চরম আক্রমণ শানালেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসওয়ান। যাঁর বিরোধিতায় এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন, সেই নীতীশকে তোপ দেগে বললেন, "১০ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহাজোটের নেতা তেজস্বী যাদবের কাছে মাথা নত করবেন নীতীশ। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সারা সময় কটাক্ষ, প্রশ্ন করে গেলেন সেই প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে বসে রয়েছেন আর তাঁর কাছে মাথা নিচু করে ভোট চাইছেন! এটাই আপনার ক্ষমতালোভী রূপকে প্রকাশ্যে আনছে। মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য আপনার লোভ সবাই জেনে গিয়েছে। ১০ নভেম্বরের পর আপনি তেজস্বীর কাছে মাথা নত করবেন।"

Advertisment

এদিকে, এদিনই তৃতীয় দফার ভোটগ্রহণের জন্য প্রচারে গিয়ে বোমা ফাটালেন নীতীশ। জনসভায় ঘোষণা করলেন, "এটাই আমার শেষ নির্বাচন।" নির্বাচনী রাজনীতি থেকে তিনি অবসর নিতে চলেছেন সেটা জানিয়ে দেন নীতীশ। অর্থাৎ তিনি যদি মুখ্যমন্ত্রীও হন তাও পরের বার ভোটে দাঁড়াবেন না। পুনরিয়াতে এদিন তিনবারের মুখ্যমন্ত্রীর ঘোষণায় উপস্থিত জনতাও অবাক হয়ে যান। তবে বিরোধীরা বলছে, ভোটে হেরে যাওয়ার ভয়ে জনতার কাছে সহানুভূতি আদায় করছেন নীতীশ।

একইসঙ্গে, বৃহস্পতিবার সিএএ-এনআরসি নিয়ে যাঁরা গুজব রটাচ্ছেন, তাঁদের নিশানা করে নীতীশ বলেছেন, ‘‘কারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? কাউকে দেশ থেকে তাড়াবেন কারা? আমাদের লোকের সঙ্গে এমনটা করার ক্ষমতা কারও নেই। সকলেই হিন্দুস্তানের অংশ, সকলে ভারতের, কে তাড়াবে?’’ এ প্রসঙ্গে বিহারের মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, ‘‘আমরা সকলকে একসূত্রে বাঁধার চেষ্টা করেছি। কিছু লোক চান, সমাজে লড়াই হোক…আমরা কাজ করে চলেছি, এটাই আমাদের লক্ষ্য়। যখন সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করেন, তখনই সমাজের অগ্রগতি হয়, উন্নয়ন হয়’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nitish Kumar Bihar Elections Chirag Paswan Tejashwi Yadav
Advertisment