Om Birla Speech: ১৮ তম লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ওম বিড়লা। তিনিই প্রথম বিজেপি নেতা যিনি টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন। ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে নির্বাচিত হয়ে টানা তৃতীয়বারের মতো সাংসদ হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। এদিন স্পিকার নির্বাচনের পর তাঁর প্রথম ভাষণে ওম বিড়লা বলেন, সংসদে আলোচনা হওয়া উচিত, এবং মতামত ও সমালোচনাও গ্রহণযোগ্য। তবে হাউসে অচলাবস্থা সৃষ্টি একেবারেই উচিত নয়"।
স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরে লোকসভায় তার প্রথম ভাষণে, বুধবার বিজেপি সাংসদ ওম বিড়লা বলেছিলেন তিনি আশা করেন, আসন্ন লোকসভা অধিবেশনে কোনরমকের অচলাবস্থা সৃষ্টি যেন না নয়। অর্থপূর্ণ আলোচনা সবসময়ের জন্যই কাম্য। তিনি বলেন, “আমরা দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি এবং আমাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। তাই আমি বিশ্বাস করি যে হাউসে কোনরকমের অচলাবস্থা সৃষ্টি যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আলোচনা মতামত ও সমালোচনা সবসময়ের জন্য হতে পারে তবে তবে অচলাবস্থা একেবারেই কাম্য নয়"।
১৯৭৬ সালের পর প্রথমবার স্পিকার নির্বাচন! আর তাতেই বাজিমাত বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লার। ১৮ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু নেতা সেই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী 'ইন্ডিয়া'র পক্ষ থেকে কে সুরেশের নাম নাম প্রস্তাব করা হয়। কন্ঠ ভোটে বিপক্ষে থাকা কে সুরেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা।
লোকসভার স্পিকার হিসাবে টানা দ্বিতীয় বার কুর্সিতে বসার জন্য ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমাদের সকলের আস্থা আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন”। প্রধানমন্ত্রী আরও বলেন, “দ্বিতীয়বার লোকসভার স্পীকার পদে দায়িত্ব নেওয়া অবশ্যই একটা বড় রেকর্ড। বলরাম জাখড় এর আগে মাত্র দুবার লোকসভার স্পিকার হয়েছেন। বেশির ভাগ নেতাই হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা স্পিকার হওয়ার দৌড়ে জয়ী হননি, কিন্তু আপনি (ওম বিড়লা) দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে বসে ইতিহাস গড়েছেন”।
আরও পড়ুন : < Rahul Gandhi, Akhilesh Yadav on Om Birla: ‘আশা রাখি বিরোধী কন্ঠ রোধ করা হবে না’…,সদ্য নির্বাচিত লোকসভা স্পিকার ওম বিড়লাকে অনুরোধ রাহুল-অখিলেশের >
ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পরে, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি স্পিকারের কাছে "ভারতের সংবিধান রক্ষা করার দায়িত্ব" পালন করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাহুল আশা ব্যক্ত করে বলেছেন, আশা করি বিরোধীদের কন্ঠ দমন করার চেষ্টা করা হবে না। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন বিরোধীরা আশা করে যে তাদের "কণ্ঠস্বর রোধ করা হবে না"। অখিলেশ আরও বলেন,"আমরা বিশ্বাস করি আপনি বৈষম্য ছাড়াই এগিয়ে যাবেন এবং স্পিকার হিসাবে আপনি প্রতিটি দলকে সমান সুযোগ এবং সম্মান দেবেন। নিরপেক্ষতা এই মহান পদের একটি বড় দায়িত্ব। আপনি এখানে বসে আছেন গণতন্ত্রের আদালতের প্রধান বিচারপতি হিসাবে,"।