Advertisment

Lok Sabha Election 2024: প্রকাশ্যে মোদীর মুখে আদানি-আম্বানি, সত্যিই কী ভোট আবহে রাহুলের আক্রমণের ঝাঁঝ কমেছে?

নির্বাচনে সামনে রেখে আদানি-আম্বানি ইস্যুতে কেন নীরব রাহুল? প্রশ্ন ছুঁড়েছেন মোদী। পালটা সুর চড়িয়েছেন রাহুলও।

author-image
IE Bangla Web Desk
New Update
adani ambani modi

প্রকাশ্যে মোদীর মুখে আদানি-আম্বানি, সত্যি কী ভোট আবহে আক্রমণের ঝাঁঝ কমিয়েছেন রাহুল?

লোকসভা নির্বাচনের মাঝে ফের আম্বানি-আদানি ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। গতকালই তেলঙ্গানার সভা থেকে আদানি-আম্বানি ইস্যুতে নিয়ে রাহুলের নীরবতাকে হাতিয়ার করে 'ট্রিগার টিপেছেন' প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

নির্বাচনে সামনে রেখে আদানি-আম্বানি ইস্যুতে কেন নীরব রাহুল? প্রশ্ন ছুঁড়েছেন মোদী। বুধবার তেলেঙ্গানায় তিনটি জনসভা করেছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে সংসদ থেকে শুরু করে রাজনীতির আঙিনা বারেবারে মোদীকে আদানি-আম্বানি ইস্যুতে বিদ্ধ করেছে বিরোধী জোট। আদানির সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রাহুল গান্ধী। আদানির বিরুদ্ধে হিন্ডেন বার্গ রিপোর্টকে কেন্দ্র করে জেপিসি গঠনেরও দাবি জানানো হয় কংগ্রেসের তরফে। যার জেরে উত্তাল হয় সংসদ।

এমনকী আদানি ইস্যু মোদীকে পরিকল্পনা করে আক্রমণ কাণ্ডে 'ক্যাশ ফর কোয়েরি' ইস্যুতে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর পাশেও দাঁড়িয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু নির্বাচনী প্রচারে হঠাৎ করে মোদীর বিরুদ্ধে আক্রমণে আদানি-আম্বানি ইস্যু নিয়ে বিশেষ ঝোড়ো ইনিংস হাঁকাতে দেখা যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে! এমনই দাবি প্রধানমন্ত্রীর। সেই ইস্যুতে রাহুলকে খোঁচা দিলেন মোদী। সেই সঙ্গে আদানির কালো টাকা প্রসঙ্গে বন্দুকের ট্রিগার রাহুলের কপালেই রাখলেন মোদী।

মোদী তেলেঙ্গানার নির্বাচনী সমাবেশ থেকে রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, “কংগ্রেস শাহজাদা, গত পাঁচ বছর একটাই নাম জপে যাচ্ছেন। প্রথমে তিনি পাঁচজন শিল্পপতির কথা বলেছেন এবং তারপর থেকে আম্বানি-আদানি। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে রাহুলের মুখে দুই শিল্পপতির নাম উধাও। আমি জনসাধারণকে জিজ্ঞাসা করতে চাই, শাহজাদার প্রকাশ্যে বলা উচিত - কংগ্রেস আম্বানি-আদানির কাছ থেকে কত টাকা নিয়েছে? কত পরিমাণ কালো টাকা হাতিয়ে নেওয়া হয়েছে? নগদ ভরা টেম্পো কি কংগ্রেসের কাছে পৌঁছেছে? কি চুক্তি হয়েছে তাদের মধ্যে? রাতারাতি আম্বানি-আদানিকে গালি দেওয়া বন্ধ করলেন কেন? ”।

মোদীর এই মন্তব্যের কয়েকঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ রাহুল গান্ধী লিখেছেন, “হ্যালো মোদীজি, আপনি কি একটু নার্ভাস? সাধারণত আপনি বন্ধ ঘরে আদানি এবং আম্বানি সম্পর্কে কথা বলতেই পছন্দ করে। আপনি প্রথমবার জনসমক্ষে আম্বানি, আদানির নাম নিলেন। আপনি জানেন যে তারা টেম্পোতে করে কালো টাকা পৌঁছে দেয়? এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা?”

গতকাল মোদীর মুখে হঠাৎ করেই উঠে আসে আদানি-আম্বানি কালো টাকার প্রসঙ্গ। তা নিয়ে মোদীকে কোনঠাসা করতে ছাড়েন নি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী গতকাল প্রকাশ্য সভা থেকে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন নির্বাচনী আবহে রাহুল আদানি-আম্বানিকে নিশানা করা কেন বন্ধ করলেন? 'হঠাৎ' রাহুলের মুখে আদানি-আম্বানি নিয়ে নেই কোন নীরবতা। আদানি-আম্বানিরা নির্বাচনী সমাবেশেও রয়ে গিয়েছেন রাহুলের নিশানায়।

গত এক সপ্তাহ ধরে, প্রায় প্রতিটি বক্তৃতায় রাহুল "আদানি-আম্বানি" প্রসঙ্গ টেনে এনেছেন। গত ৭ই মে ঝাড়খণ্ডের এক জনসভায় আদিবাসীদের জন্য বৃহত্তর প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাহুল বলেন, “বিজেপি দেশের সমস্ত বনভূমি আদানিকে দেবে। তিনি যা করেন তা কোটিপতিদের জন্য। আদানি এবং আম্বানির মতো তার ২২-২৫ জন বন্ধু রয়েছেন এবং যা কিছু করা হচ্ছে তা কেবল তাদের জন্য। জমি তাদের জন্য, বন তাদের জন্য, মিডিয়া তাদের, পরিকাঠামো তাদের, ফ্লাইওভার তাদের, পেট্রোল তাদের … সবকিছু তাদের জন্য। দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা সরকারি খাতে সংরক্ষণ পেতেন… এখন তারা সবকিছু বেসরকারিকরণ করছে… তিনি (আদানি) কে সবকিছু দেন… মিডিয়ার লোকেরা এখানে আছে… তারা আপনার নয়… তারা কোটিপতিদের জন্য কাজ করেন … তারা আম্বানির বিয়ের অনুষ্ঠান ২৪ ঘন্টা টেলিকাস্ট করবে"।

৬ মে মধ্যপ্রদেশের জনসভা থেকেও রাহুল আদানি-আম্বানিকে নিশানা করেন। তিনি বলেন, “পুরো সরকারি সেক্টর অদৃশ্য হয়ে যাবে, এবং দেশ ২২-২৫ জন মানুষ শাসন করবে। এই মানুষ গুলো কারা? তারা ভারতের কোটিপতি, এবং আদানির মতো লোক যাদের চোখ আপনার জমি, বনভূমি এবং জলের দিকে । বিজেপি চায় এগুলি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হোক। আর তারা নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু। আদানির নাম শুনেছেন? প্রধানমন্ত্রী আদানিকে আপনার জমি, জল এবং জঙ্গল দিতে চান… সমস্ত বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, পরিকাঠামো এই ২২-২৫ জনকে প্রধানমন্ত্রী মোদী দিয়েছেন। তিনি কখনও আপনার ঋণ মকুব করেননি, কিন্তু তিনি ২২ জন ধনী ব্যক্তির ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছেন। কল্পনা করুন যে আদানির মতো লোকদের জন্য ১৬ লক্ষ কোটি টাকা মুকুব করা হয়েছে।”

৬ ই মে মধ্যপ্রদেশের অপর এক সমাবেশ থেকেই রাহুল ফের আদানি-আম্বানিকে নিশানা করে বলেন, “মিডিয়া কখনোই আদিবাসীদের কথা বলে না। মিডিয়া দেখাবে আম্বানির বিয়ের অনুষ্ঠান। কিন্তু যখন আদিবাসীদের উপর অত্যাচার হয়, এবং আপনার জমি কেড়ে নেওয়া হয়, তারা তা দেখায় না… নরেন্দ্র মোদী ২২ জনের ঋণ মকুব করেছেন যারা কোটিপতি। যদি তারা ধনীদের টাকা দিতে পারে, আমরা দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী এবং সাধারণ শ্রেণি থেকে দরিদ্রদের দিতে পারি।”

৫ই মে তেলেঙ্গানার নির্বাচনী মঞ্চ থেকেও রাহুল আদানি-আম্বানিকে তুলে মোদীকে নিশানা করেন। রাহুল বলেন, “মোদী গত দশ বছরে যা করেছেন তা ২২ জনের জন্য। তিনি আদানির মতো কোটি কোটি মানুষের ঋণ মুকুব করেছেন। দেশের বিমানবন্দর, বন্দর, অবকাঠামো, প্রতিরক্ষা শিল্প… সবই তিনি একজনের হাতে তুলে দিয়েছেন।”

৪ঠা মেয়ে দিল্লির জনসভা থেকে আদানি-আম্বানিকে টেনে মোদীকে নিশানা করেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেন, “মিডিয়ায় দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া এবং সাধারণ শ্রেণীর দরিদ্র মানুষদের কথা তুলে ধরে না…দেশের সবচেয়ে বড় ২০০টি কোম্পানি… আপনি SC, ST, পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাউকে পাবেন না… আপনার বা কোনো আত্মীয়ের ঋণ মকুব করা হয়েছে? আদানি জি এবং ২২ কোটিপতির ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। যা ২৪ বছরের MGNREGA-এর টাকা”।

২রা মে কর্ণাটকের শিবমোগা থেকে এক নির্বাচনী প্রচারে রাহুল বলেন, “গত দশ বছরে, মোদী স্রেফ ২২ জনের জন্য কাজ করেছেন। তিনি ভারতের সম্পদ ২২ জনের পকেটে ভরতে চেয়েছেন, আদানি- আম্বানি এবং এই জাতীয় লোকদের পকেটে…"।

Mukesh Ambani modi Adani rahul gandhi
Advertisment