Advertisment

'অভিযুক্ত জওয়ানদের আর ভোটের কাজে নিয়োগ নয়', কমিশনে আর্জি তৃণমূলের

তবে, বয়ালকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ নাকচ করেছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবারের ভোটে নন্দীগ্রামের বয়ালে দাঁড়িয়েই ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। ভোট লুট রুখতে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী নির্বাচনকে প্রবাবিত করছে বলে অভিযোগ করেন তিনি। এরপরই শুক্রবার দুপুরে নির্বাচন কমিষনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগ জানাল তৃণমূল। যেসব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে, তাঁদের যেন আগামী দিনে আর ভোটের কাজে না মোতায়েন করা হয়।

Advertisment

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় কমিশন দফতরে দাঁড়িয়ে বলেন, 'ভারতে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোটে বিজেপিকে সহায়তা করছে। বিজেপি যেখানে জোর করে, ভয় দেখিয়ে ভোট করার চেষ্টা করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক হয়ে থাকছে। আমাদের দাবি, যেসব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের যেন পরবর্তীকালে ভোটের কাজে আর মোতায়েন না করা হয়।'

তৃণমূলের বর্ষীয়ান নেতার সংযোজন, '৩০০টি নির্দিষ্ট অভিযোগ আমরা জমা দিয়েছি। রাজ্যে আরও একমাস বেশ কয়েক দফার গুরুত্বপূর্ণ নির্বাচন বাকি আছে। কমিশন যেন উপযুক্ত দায়িত্ব পালন করে।'

কমিশন দফতরেল অভিযোগ জানাতে সুব্রত মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন, তৃণমূলের সহসভাপতি যশবন্ত সিনহা, সাংসদ দোলা সেন, বিদায়ী বিধায়ক তথা চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। তবে, বয়ালকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ নাকচ করেছে কমিশন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 election commission tmc
Advertisment