Advertisment

Lok Sabha Speaker Election: টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৯৭৬ সালের পর প্রথমবার স্পিকার নির্বাচন! আর তাতেই বাজিমাত বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লার।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Speaker Election Live Updates: om birla vs. k suresh

টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা

Lok Sabha New Speaker:  ১৯৭৬ সালের পর প্রথমবার স্পিকার নির্বাচন! আর তাতেই বাজিমাত বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লার। ১৮ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু নেতা এই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী ইন্ডিয়ার পক্ষ থেকে কে সুরেশের নাম নাম প্রস্তাব করা হয়। ধ্বনি ভোটে বিপক্ষে থাকা কে সুরেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা।

Advertisment

ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) টানা দ্বিতীয়বারের মতো ওম বিড়লাকেই লোকসভার স্পিকার হিসাবে প্রার্থী করে। এনডিএ প্রার্থী ধ্বনি ভোটে ফ্লোর টেস্টে উত্তীর্ণ হয়েছেন। তিনি বিরোধী প্রার্থী কে সুরেশকে পরাজিত করে ১৮ তম লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন।

লোকসভার ইতিহাসের কথা বললে, স্বাধীন ভারতে, ১৯৫২,১৯৬৭ এবং ১৯৭৬ সালে মাত্র তিনবার লোকসভার স্পিকার পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার ডেপুটি স্পিকার পদ নিয়ে ক্ষমতাসীন এনডিএ দল ও বিরোধী ইন্ডিয়ার মধ্যে ঐকমত্যের অভাবই স্পিকার নির্বাচনের আসল কারণ।

১৮ তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী ওম বিড়লা আবারও কংগ্রেসের কে সুরেশকে হারিয়ে লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। ধ্বনি ভোটে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী ওম বিড়লা বুধবার (২৬জুন ২০২৪) ১৮ তম লোকসভার স্পিকার নির্বাচনে কংগ্রেসের কে সুরেশ কে পরাজিত করেছেন। কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠনের পর সরকার ও বিরোধীদের মধ্যে এটিই প্রথম শক্তি প্রদর্শন।

আরও পড়ুন : < Arvind Kejriwal: ঝামেলা বাড়ল কেজরিওয়ালের, দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ CBI >

ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমাদের সকলের আস্থা আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন"। তিনি আরও বলেন, "দ্বিতীয়বার লোকসভার স্পীকার পদে দায়িত্ব নেওয়া অবশ্যই একটা বড় রেকর্ড। বলরাম জাখড় এর আগে মাত্র দুবার লোকসভার স্পিকার হয়েছেন। বেশির ভাগ নেতাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা স্পিকার হওয়ার দৌড়ে জয়ী হননি, কিন্তু আপনি (ওম বিড়লা) দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে বসে ইতিহাস গড়েছেন"। ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পরে, বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে সংসদে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে।

Om Birla loksabha election 2024
Advertisment