ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট উমর আবদুল্লাহ বলেছেন, 'আমরা আসনের জন্য ইন্ডিয়া জোটে যোগ দিইনি। বিজেপি রাজ্যে নির্বাচনী ফলাফল পাল্টানোর চেষ্টা করছে'।
Advertisment
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ পিডিপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, 'আমরা আসনের জন্য ইন্ডিয়া জোটে যোগ দিইনি। একটি সূত্রের ভিত্তিতে জোটের আসন ভাগাভাগি হয়। আমরা ২০১৯ সালে যে তিনটি আসনে হেরেছি সেগুলির জন্য আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে প্রার্থী মনোনয়ন করতে বলেছি'।
ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট উমর আবদুল্লাহ বিজেপির কৌশল নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, 'বিজেপি তাদের বি এবং সি দল নিয়ে ভোটের ময়দানে নেমেছে। তারা শ্রীনগরে ঘন ঘন মিটিং করছে। রাজ্যে নির্বাচনী ফলাফললে বদলাতে চাইছে বিজেপি'।
বিজেপিকে কড়া নিশানা করে তিনি বলেন, 'বিজেপি নেতৃত্ব যখন পিপলস কনফারেন্সকে তার সভায় আমন্ত্রণ জানায়, তখন এটা স্পষ্ট যে পিপলস কনফারেন্স বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে'।
জনগণ ইন্ডিয়া ব্লকের পাশে দাঁড়িয়েছে- উমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মানুষ আমাদের এবং ইন্ডিয়া জোটের সঙ্গে আছে বলেও উল্লেখ করেন উমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্সের প্রার্থীরা জয়ী হবেন বলেও আশাবাদী তিনি। ৩৭০ ধারা বাতিলের পরে ভোটের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের পর এটিই প্রথম বড় নির্বাচন এবং বিধানসভা নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার সঙ্গে লোকসভা নির্বাচনের তাৎপর্যও বৃদ্ধি পেয়েছে।
'বিজেপি প্রায়ই ভোটারদের ধর্মীয় ভিত্তিতে বিভাজনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় সেনাবাহিনীতে নতুন নিয়োগ পদ্ধতি, সারের দাম বৃদ্ধি, এই সব নিয়ে জম্মু-কাশ্মীরের মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলে উল্লেখ করেন উমর আব্দুল্লাহ।
৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি বলেন, 'এতদিন যেসব এলাকা শান্তিপূর্ণ ছিল সেসব এলাকা এখন আগের চেয়ে বেশি জঙ্গিবাদ প্রবণ'। পাশাপাশি উমর আব্দুল্লাহ বলেন, 'আমার সময়ে, রাজৌরি, পুঞ্চের মতো এলাকাগুলি জঙ্গিবাদ এবং হিংসা মুক্ত ছিল, কিন্তু এখন সেই অঞ্চলেই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মিত আক্রমণ, নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি বিজেপি সরকারকে নিশানা করে বলেন, 'জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস এখনও একটি সমস্যা'।