Advertisment

শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস শাহ-র, অনুপ্রবেশ ইস্যুতে তোপ 'দিদি'কে

'ভোটের ফলাফল বের হবে ২রা মে। ওই দিনই কাটমানি-তোলাবাজ ও ভাইপো কল্যাণকারী সরকার বাংলা থেকে বিদায় নেবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
BJP will get 122 seats in 5 phases amit shah

প্রচারে অমিত শাহ

অনুপ্রবেশ-শরণার্থী ইস্যুতে তৃণমূলকে নিশানা করে ফের চড়া সুরে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেহট্টের প্রচার থেকে তাঁর সাফ কথা, 'ভোটব্যাঙ্কের রাজনীতি করে না বিজেপি। তৃণমূলের আমলে কোনও শরনার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে না, একমাত্র বিজেপিই এই সমস্যার সমাধান করতে পারে।।' একইসঙ্গে শাহর আশ্বাস, '২রা মে বাংলা থেকে কাটমানি-তোলাবাজ ও ভাইপো কল্যাণকারী সরকারের বিদায় হবে।' বাংলায় প্রচারে এসে বিজেপির ডিএনএ নিয়ে প্রস্ন তুলেছিলেন রাহুল গান্ধী। সেই প্রসহ্গেও কংগ্রেস সাংসদকে তুলোধনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisment

কী বলেছেন অমিত শাহ?

  • 'বিজেপি ভোটব্যাঙ্কের রাজনীতি করে না। শরণার্থীদের নাগরিকত্বের সমস্যা নিয়ে একমাত্র সমাধান বিজেপিই করতে বদ্ধপরিকর।'
  • 'কোনও মতুয়াকে তৃণমূল সরকার নাগরিকত্ব দেবে না। বিজেপি এই কাজে ১১০ কোটি বরাদ্দের কথা বলেছে। আমরাই মতুয়াদের নাগরিকত্ব দেব। '
  • 'বাংলার অন্যতম সমস্যা অনুপ্রবেশ। আর বিজেপিই পারে এই অনুপ্রবেশ রুখতে। মনে রাখবেন তৃণমূলের ভোট ব্যাংক এই অনুপ্রবেশকারীরা।'
  • 'তৃণমূলকে বাংলার পরিচালনা থেকে সরানোই আমাদের মূল লক্ষ্য।'
  • '২রা মে দিদির বিদায় নিশ্চিত।'
  • 'ভোটের ফলাফল বের হবে ২রা মে। ওই দিনই কাটমানি-তোলাবাজ ও ভাইপো কল্যাণকারী সরকার বাংলা থেকে বিদায় নেবে।'
  • 'বৃহস্পতিবারই নতুন বছরে প্রবেশ করেছি আমরা। এবার সোনার বাংলা গড়ে উঠবে।'
  • ' ক্ষমতায় এলে ঠাকুরনগর স্টেশনের নাম বদলে দেবে বিজেপি সরকার। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।'
  • '২রা মে পরে বিজেপি সরকার এলে ১৮ হাজার টাকা সোজা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এর পরে প্রতি বছর ১০ হাজার করে টাকা পাবে। মৎস্যজীবীরা ৬ হাজার টাকা পাবেন।'
  • 'প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিয়ে এসেছে, আর দিদি ভাইপো সম্মান তুলে ধরেছেন।'
  • 'আয়ুষ্মান ভারতে সুবিধা কেন এখানকার মানুষ পাবে না। দিদি সরে গেলে, ২রা মের পরে স্বাস্থ্যের খরচ বাবদ ৫ লাখ টাকা দেবে।'
  • 'আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হয়। দিদি বলে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও কর। ২২ তারিখ সবাই ভোট দিতে নির্ভয়ে যান। কোনও গুণ্ডার সাহস নেই যে আপনাকে বিরক্ত করবে। যখন জনতা জাগবে গুণ্ডা পালাবে।'
  • 'আমাদের দেশে একজন পর্যটক নেতা আছে। কয়েকদিন আগে সভা করে গেছেন। গোটা নির্বাচনের হাফ হয়ে গেছে উনি আসেননি। উনি হলেন রাহুল গান্ধী।'
  • ' এখানে এসে রাহুল গান্ধী বিজেপির ডিএনএ নিয়ে প্রশ্ন করেছেন। আমি ওনাকে বলতে চাই বিজেপির ডিএনএ মানে হল, ডি ফর ডেভালপমেন্ট, এন ফর ন্যশালিজম। এ ফর আত্মনির্ভর ভরত।'
Citizenship Amendment Act West Bengal Election 2021 Refugee amit shah bjp Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment