Advertisment

Jhabar Singh Kharra On Loksabha 2024 Result: 'মুখেই ৪০০ পার, সংগঠন গোছাতে পারেনি', বিজেপি নেতার মন্তব্যে শোরগোল!

লোকসভা ভোটে থমকে গিয়েছে বিজেপির ৪০০ আসন পারের স্বপ্ন। মাত্র ২৪০ আসন পেয়েছে বিজেপি। বিজেপির এই পরাজয়ের পর রাজ্য থেকে শুরু দেশ বিজেপি নেতারা দলীয় নেতৃত্বের উপর তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaipur, Lok Sabha Election Results 2024, Lok Sabha Elections 2024, Rajasthan BJP, Jhabar Singh Kharra, Indian express news, current affairs

মুখেই ৪০০ পার, সংগঠন গোছাতে পারেনি বিজেপি, বিজেপি নেতার মন্তব্যে শোরগোল

লোকসভা ভোটে থমকে গিয়েছে বিজেপির ৪০০ আসন পারের স্বপ্ন। মাত্র ২৪০ আসন পেয়েছে বিজেপি। বিজেপির এই পরাজয়ের পর রাজ্য থেকে শুরু দেশ বিজেপি নেতারা দলীয় নেতৃত্বের উপর তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। রাজস্থানের মন্ত্রী ঝাবর সিং খারা বৃহস্পতিবার রাজস্থানের লোকসভা নির্বাচনে দলের খারাপ পারফরম্যান্সের জন্য "কৃষকদের আন্দোলন এবং টিকিট বিতরণে ভুল" সহ অনেকগুলি কারণকে দায়ী করেছেন।

Advertisment

জয়পুরের পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজেপির প্রতিমন্ত্রী বলেছেন, “আমরা ৪০০ পার স্লোগান দিয়েছি। কিন্তু বিরোধীদের তরফে যে যে ভুল ধারণে ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলির সত্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি"। বিজেপির খারাপ পারফরম্যান্সের কারণ সম্পর্কে কৃষকদের আন্দোলনের প্রভাবের পাশাপাশি টিকিট বণ্টনে উর্ধ্বতন নেতাদের বিচক্ষনতার অভাবকে দায়ী করেছেন।

আরও পড়ুন : < Nitish Kumar On INDIA: মোদীকে পাশে পেয়েই বিরোধী ইণ্ডিয়া’কে দুচ্ছাই, NDA বৈঠকে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন নীতীশ >

৪ জুন ঘোষিত ফলাফলে, বিজেপি রাজস্থানের ২৫ টি আসনের মধ্যে ১৪ টি আসন জিতেছে, যখন কংগ্রেস ৮টি এবং তার সহযোগীরা ৩টি আসনে জিতেছে৷ গত দুটি নির্বাচনে, বিজেপি এবং এনডিএ যথাক্রমে ২৫ টি আসনের সবকটিই জিতেছিল৷

"আমাদের যা কিছু ত্রুটি রয়েছে আমরা তার মূল্যায়ন করব এবং প্রয়োজনে তা সংশোধন করা হবে বলেও উল্লেখা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, "আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।" পরাজয়ের দায়ভার সমস্ত বিজেপি কর্মীর বলে উল্লেখ করে খারা বলেন,"এটি সম্মিলিত দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব নয়,"।

NDA rajasthan modi bjp
Advertisment