/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ie-Rahul-Gandhi-Manifesto.jpg)
শুক্রবার নয়াদিল্লিতে পার্টির ইশতেহার প্রকাশের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেসি ভেনুগোপাল। (পিটিআই ছবি)
'আসন্ন নির্বাচন গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াই', ইস্তেহার ঘোষণার পর বড় মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
আজই লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায় পত্র’। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, 'আসন্ন নির্বাচন গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর নির্বাচন'। তিনি বলেন, 'একদিকে রয়েছে এনডিএ এবং প্রধানমন্ত্রী মোদী যারা সংবিধান এবং গণতন্ত্রকে ক্রমাগত ধ্বংস করার লক্ষ্যে কাজ করে চলেছেন। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট যারা সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে প্রতিনিয়ত প্রাণপাত করে চলেছে'।
আজ কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। এ সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কড়া নিশানা করেন। তিনি বলেন, 'এই নির্বাচন গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর নির্বাচন'। একই সঙ্গে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখের কথা জানতে চাইলে তিনি জানান নির্বাচনের পর জোটের তরফে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ ঠিক করা হবে।
তিনি আরও বলেন, 'দেশের রাজনৈতিক কাঠামোতে কী ঘটছে তা আমাদের বুঝতে হবে। আমাদের বুঝতে হবে আরএসএস, বিজেপি এবং বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর তৈরি কৌশলের ভিত্তি কী। বন্দর, পরিকাঠামো এবং প্রতিরক্ষায় যেমন আদানির একচেটিয়া আধিপত্য রয়েছে, তেমনি ইডি, সিবিআই এবং আয়কর বিভাগকে ব্যবহার করে প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক অর্থায়নে একচেটিয়া অধিকার তৈরি করেছেন।'
রাহুল বলেন, 'মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে যারা দুর্নীতি করছে তারা বিজেপিতে যোগ দিচ্ছে কারণ প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক অর্থের একচেটিয়া নিয়ন্ত্রণ করতে চান। প্রধানমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, 'ইণ্ডিয়া জোট সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়ছি। নির্বাচনের পর জোট একসঙ্গে সিদ্ধান্ত নেবে কে হবেন নেতা এবং কে হবেন প্রধানমন্ত্রী'।