নন্দীগ্রামে ‘বহিরাগত’দের আনাগোনা নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন আরও সুর চড়িয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০০৭-য়ে সিপিএমের কায়দায় ক্যাডারদের পুলিশের পোশাক পড়িয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বিহার, উত্তরপ্রদেশের পুলিশের পোশাক পরে ‘দুষ্কৃতী’নন্দীগ্রামে ঢুকছে। আর এরপরই দলনেত্রীর অভিযোগ তুলে ধরে কমিশনের কাছে নালিশ জানালো জোড়া-ফুলের প্রতিনিধি দল।
সোমবার নির্বাচনে কমিশনে গিয়ে নন্দীগ্রামে পুলিশের পোশাকে বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ নিয়ে অভিযোগ জানান ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা। অভিযোগপত্রে উল্লেখ, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যেন কোনও পুলিশ বাংলার ভোটে মোতায়েন না করা হয়। তৃণমূলের আবেদন, নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক।
বাংলার ভোটে এবার নজরে নন্দীগ্রাম। মমতার বিরুদ্ধে এবার লড়াইয়ের ময়দানে শুভেন্দু। নিয়ম করে প্রচারে একে অন্যের বিরুদ্ধে তোপ দাগছেন। সম্মানের লড়াই জিততে মরিয়া যুযুধান তৃণমূল-বিজেপি। এর আগে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে বহিরাগতদের নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন বলে তথ্য তুলে ধরে কমিশনে নালিশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন