লোকসভা ভোটের মুখেই ভারত-পাক কূটনীতিতে নয়া মোড় তৈরি করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কলকাতায় এসে সেই নীতি নিয়েই বিজেপিকে খোঁচা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আলিমুদ্দিন স্ট্রীটে বসেই কটাক্ষের সুরে বিঁধলেন বিজেপি সুপ্রিমো তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
১১ এপ্রিল প্রথম দফার ভোটের আগের দিন ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি জিতলে ভারতের সঙ্গে শান্তি আলোচনা এবং ইসলামাবাদে কাশ্মীর সমস্যার সমাধান করার সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: সিপিএম তিন নম্বর শত্রু, তবু জোটের আলোচনা চান সোমেন মিত্র
ইমরান খানের এই মন্তব্যর পর দেশ জুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। পাকিস্তান প্রধানমন্ত্রীর এই মন্তব্যর পরিপ্রেক্ষিতে সীতারাম ইয়েচুরি শুক্রবার দাবি করেছেন যে পাকিস্তান চাইছে আবারও বিজেপি জাতীয় রাজনীতিতে আসুক এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হোন, যাতে হিন্দু সাম্প্রদায়িকতা ভারতে বৃদ্ধি পায়, দিনের শেষে যা মুসলিম মৌলবাদকেই শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ইয়েচুরি।
কলকাতায় সিপিআইএমের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে ইয়েচুরি বলেন, "পাকিস্তান চাইছে মোদী জিতুক। নির্বাচনের একদিন আগেই ইমরান খান বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে তবেই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তি বিষয়ক আলোচনা করা সম্ভব হবে এবং কাশ্মীর সমস্যারও সমাধান করা যাবে। এতদিন ধরে মোদীজি বলে এসেছেন, ওঁকে ভয় পায় পাকিস্তান। এখন আপনারাই দেখুন, কে কার মিত্র।"
আরও পড়ুন: বাংলা তোমায় মাটির লাড্ডু দেবে: মমতা
এখানেই থেমে থাকেননি ইয়েচুরি, তিনি আরও বলেন যে পাকিস্তানের এটি একটি কূটনৈতিক চাল। মোদী ক্ষমতায় আসা মানেই দেশে হিন্দু সাম্প্রদায়িকতার বৃদ্ধি, যার সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানে বাড়বে মুসলিম মৌলবাদও। ভবিষ্যতে দুই দেশে অশান্তির বাতাবরণ তৈরি করার পিছনে রয়েছেন এই দুই প্রধান, বলে মন্তব্য করেন ইয়েচুরি।
Read the full story in English