দু'দিন আগে প্রচারে এসে পুলওয়াম প্রসঙ্গ টেনে সুর বেঁধেছিলেন প্রধানমন্ত্রী। তারপরই নন্দীগ্রামে প্রচার গিয়ে পাকিস্তান প্রসঙ্গ উত্থাপন করেলন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বললেন, 'যারা পাকিস্তান জিতলে বোমা ফাটায় তারাই তৃণমূল।' তাহলে কী ব্যাটেলফিল্ডে জয়ে পেতে মেরুকরণেই ভরসা রাখছে বিজেপি? শুভেন্দুর কথায় সেই প্রশ্ন ফের সামনে এলো।
কী বলেছেন শুভেন্দু?
বৃহস্পতিবার প্রচারে গোটা নন্দীগ্রাম চষে ফেলেছেন প্রাক্তন বিধায়ক। তবে বর্তমানে দল পাল্টে শুভেন্দু এখন বিজেপি প্রার্থী। বাংলা জয়ে তাঁর ক্যারিশ্মায় অনেকটাই ভরসা রাখছেন মোদী-শাহরা। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁকেই লড়াইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। অবশ্য তার আগে থেকেই শুভেন্দু নন্দীগ্রামে জয়ের ব্যাপারে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। নন্দীগ্রামে থেকে এবার ভোট তৃণমূল নেত্রী ৫০ লক্ষ ভোটে হারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
থেমে নেই মমতাও। প্রচারে আঘাত পেলেও হুইলচেয়ারেই বাজি মাতের চেষ্টা করছেন তিনি। বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতিতে সরব তৃণমূল নেত্রী। এই পরিস্থিতি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ফের পাকিস্তানের সঙ্গে তৃণমূলকে জড়িয়ে দিলেন শুভেন্দু। বললেন, 'নন্দীগ্রামে তৃণমূল বলে কেউ নেই। যারা পাকিস্তান জিতলে বোমা ফাটায় তারাই তৃণমূল।'
বাংলায় ভোটে এগিয়েই শুরু করছে তৃণমূল। ৩০ শতাংশ ভোটে এগিয়ে জোড়া-ফুল বাহিনী। শুরুতেই সা স্পষ্ট করে দিয়েছিলেন ভোট কুশলী পিকে। তারপরই নন্দীগ্রামে শুভেন্দু বলেছিলেন, 'মানীয়া ৬২ হাজারের উপর ভরসা করে ভোট দাঁড়ালেন। কিন্তু বিজেপির দিকে রয়েছেন ২ লক্ষ ১৩ হাজারের সমর্থন।'
মেরুকরণের আভাস আগে থেকেই ছিল। এবার প্রচারে গিয়ে যা আরও উস্কে দিলেন পদ্ম ব্রিগেডের অন্যতম সেনাপতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন