Advertisment

Pema Khandu Oath: মাত্র ৪৪ বছরেই গড়লেন ইতিহাস, তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পেমা খান্ডুর

পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, কিরেন রিজিজু, হিমন্ত বিশ্বশর্মার মতো সিনিয়র বিজেপি নেতারা

author-image
IE Bangla Web Desk
New Update
Arunachal Pradesh cabinet ministers list

পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, কিরেন রিজিজু, হিমন্ত বিশ্বশর্মার মতো সিনিয়র বিজেপি নেতারা

Arunachal Pradesh Assembly Election 2024: বৃহস্পতিবার ইটানগরে টানা তৃতীয় মেয়াদে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা পেমা খান্ডু।

Advertisment

মাত্র ৪৪ বছর বয়সেই এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে। সকলকে চমকে দিয়ে পেমা খান্ডু টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

একই সঙ্গে শপথ নিয়েছেন ১১ জন মন্ত্রী। তাঁদের সকলকে শপথবাক্য পাঠ করান কে টি পটনায়েক। এদিন পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, কিরেন রিজিজু, হিমন্ত বিশ্বশর্মার মতো সিনিয়র বিজেপি নেতারা

২০২৪ লোকসভা নির্বাচন এর পাশাপাশি, অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে ভারতীয় জনতা পার্টি ৬০টি আসনের মধ্যে ৪৬ টিতে জিতেছে। পেমা খান্ডু বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর পাশাপাশি অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চৌনা মেইন।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বুধবার ইটানগরে পৌঁছেছিলেন দুজনেই। খান্ডু ২০১৬ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হন। এর আগে বুধবার, অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়ক দলের নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে খান্ডু নির্বাচিত হন।

বিধানসভার নেতা নির্বাচিত হওয়ার পরে, খান্ডু একটি পোস্টে লিখেছেন "নির্বাচনে দুর্দান্ত জয়ের জন্য সকলকে ধন্যবাদ। এখন, আসুন আমরা অরুণাচল প্রদেশের সর্বাত্মক উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে একসঙ্গে কঠোর পরিশ্রম করি এবং ২০৪৭ সালের মধ্যে মোদীর উন্নত ভারত গড়ার স্বপ্নকে সার্থক করার পথে পা মেলাই।"

আরও পড়ুন : < NEET UG Controversy: গ্রেস মার্কস বাতিল, ১৫৬৩ জন পরীক্ষার্থীকে ফের দিতে হবে NEET, জানুন নতুন তারিখ >

পেমা খান্ডুর পাশাপাশি ১০ জন ক্যাবিনেট মন্ত্রীও শপথ নিয়েছেন। নতুন ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে রয়েছেন পিডি সোনা, মামা এনতুং, দাসাংলু পুল, কেনতো জিনি, জিডি ওয়াংসু, বিউরাম ওয়াহেগে, নিয়াতো ডুকাম, ওয়াংকি লোয়াং, বালো রাজা এবং ওজিং সিং।

৪৪ বছর বয়সী পেমা খান্ডু উত্তর-পূর্ব রাজ্যে বিজেপির এক বিশিষ্ট মুখ। ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তার পিতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দরজি খান্ডুর মৃত্যুর পর ২০১৬ সালে তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন।

Arunachal Pradesh bjp
Advertisment