Advertisment

মোদীকে নিয়ে এখন দেশবাসী মজা করে, পাঞ্জাবে সুর চড়ালেন রাহুল

ফরিদকোট লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মহম্মদ সাদিকের হয়ে প্রচারে গিয়ে ২০১৫ সালের ধর্মগ্রন্থ অবমাননার ঘটনার উল্লেখ করে রাহুল বলেন, এ ব্যাপারে কঠোর ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি দেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

আস্থা রাখার আহ্বান

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তুলনা করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। পাঞ্জাবে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিদ্রূপ করতেন, কিন্তু পাঁচ বছর পর আর তিনি সেরকম বিদ্রূপ করেন না। এখন দেশ তাঁকে (মোদীকে) নিয়ে মজা করে।"

Advertisment

মোদীর বিরুদ্ধে আক্রমণ শাণিয়ে রাহুল বলেন, "প্রধানমন্ত্রী ভাবেন তিনিই একমাত্র ব্যক্তি যিনি দেশ চালান।" আসলে দেশ চালায় জনগণ।

ফরিদকোট লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মহম্মদ সাদিকের হয়ে প্রচারে গিয়ে ২০১৫ সালের ধর্মগ্রন্থ অবমাননার ঘটনার উল্লেখ করে রাহুল বলেন, এ ব্যাপারে কঠোর ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি দেন।

এখানেও রাফাল প্রসঙ্গ তুলে রাহুল মোদীকে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। নোটবন্দি ও জিএসটি ইস্য়ুতে বিজেপি সরকারকে তুলোধোনা করে রাহুল অভিযোগ করেন এই দুটি সিদ্ধান্ত দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং লক্ষলক্ষ মানুষকে কর্মহীন করেছে। সব নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া প্রসঙ্গে মোদীর প্রতিশ্রুতিরও উল্লেখ করেন রাহুল। একইসঙ্গে তিনি বলেন, ২ কোটি চাকরি দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মানুষকে মিথ্যা কথা বলেছেন।

পাঞ্জাবে আগামী ১৯ মে শেষ দফার নির্বাচনে ভোট হবে মোট ১৩টি লোকসভা আসনে।

Read the Full Story in English

PM Narendra Modi rahul gandhi General Election 2019
Advertisment