Advertisment

Election Commission: ভোট দানে রেকর্ড, ইতিহাস গড়ল কমিশন, 'মিসিং জেন্টলম্যান' ট্রোল নিয়ে কী বললেন রাজীব কুমার?

সাত দফায় ১৮ তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফল ঘোষণা। তার আগে আজ সংবাদ সম্মেলন করল নির্বাচন কমিশন

author-image
IE Bangla Web Desk
New Update
Rajiv Kumar, CEC press conference, BJP, Congress, Lok Sabha Elections 2024, Lok Sabha Election Results, Lok Sabha poll results"

সাত দফায় ১৮ তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফল ঘোষণা। তার আগে আজ সংবাদ সম্মেলন করল নির্বাচন কমিশন

'মিসিং জেন্টলম্যান'… তাকে নিয়ে তৈরি হওয়া মেম নিয়ে কী বললেন প্রধান নির্বাচন কমিশনার? মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে নির্বাচন কমিশন আজ দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও তাঁর উপর তৈরি করা মেম নিয়ে মন্তব্য করেন।

Advertisment

সাত দফায় ১৮ তম লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফল ঘোষণা। তার আগে আজ সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন সাত দফা নির্বাচন প্রক্রিয়ার কথা জানায়। প্রেস কনফারেন্স চলাকালীন, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তার উপর তৈরি করা মেমগুলির বিষয়েও মন্তব্য করেছিলেন, যেখানে নির্বাচন কমিশনকে 'মিসিং জেন্টলম্যান' বলে ট্রোল করা হয়েছিল।

সংবাদ সম্মেলনের সময় রাজীব কুমার বলেন, "আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে 'মিসিং জেন্টলম্যান' ট্যাগলাইন দিয়ে আমাদের উপর অনেক মেম তৈরি করা হয়েছে। কিন্তু আমরা আপনাকে বলতে চাই যে আমরা কখনই 'মিসিং ছিলাম না, আমরা সবসময় এখানেই ছিলাম।" সংবাদ সম্মেলনে প্রধান রাজীব কুমার আরও বলেন, "আমরা ৬৪২ মিলিয়ন ভোটারের বিশ্ব রেকর্ড তৈরি করেছি। এটি বিশ্বের ২৭ টি দেশের ভোটারের চেয়ে পাঁচ গুণ বেশি। কমিশনার রাজীব কুমার বলেছেন, দেশে ৬৪ কোটি মানুষ ভোট দিয়েছেন। প্রচণ্ড গরমেও ভোট দিয়েছেন মানুষ। মহিলারাও উৎসাহের সঙ্গে ভোটদানে অংশ নিয়েছেন"।

আরও পড়ুন : < Lok Sabha elections: হ্যাটট্রিক নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, শপথ নিয়েই ‘জমকালো সেলিব্রেশন’, প্রস্তুতি জোরকদমে! >

সোমবার, ৩রা জুন, লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলঘোষণার এক দিন আগে, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করেম। রাজীব কুমার বলেন, আমরা ১৬ মার্চ মুখোমুখি হয়েছিলান, এখন নির্বাচন শেষ। সেজন্য আবার আজ আমরা এখানে মুখোমুখি। এবারই প্রথম আমরা ১০০ টি প্রেস রিলিজ করেছি। এই প্রথম এত প্রেস নোট জারি হল। রাজীব কুমার বলেন, 'আমরা ভারতের ভোটারদের দাঁড়িয়ে অভিনন্দন জানাই। ৮৫ বছরের বেশি বয়সী ভোটাররা ঘরে বসে ভোট দিয়েছেন'।

রাজীব কুমার আরও বলেছেন, 'বিশ্বের ২৯টি দেশের ভোটারদের তুলনায় ভারতে ভোট দানের সংখ্যা পাঁচ গুণ বেশি। ভোট দিয়েছেন ৬৪ কোটিরও বেশি মানুষ। এই নির্বাচনে আমরা বিশ্ব রেকর্ড করেছি'। তিনি বলেন, ১৯৫২ সালের পর প্রথমবারের মতো ভোটের পর ফলাফল ঘোষণার আগে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করছে।

রাজীব কুমার বলেন, 'দেশে ৩১ কোটি মহিলা ভোটার রয়েছে। এই সংখ্যা বিশ্বের সর্বোচ্চ। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মান করা। আমরা পুরো নির্বাচন জুড়েই চেষ্টা করেছি, কোনো নেতা যেন মহিলাদের সম্বন্ধে তাদের মর্যাদাকে আঘাত না করেন। কেউ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রবীণ ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই আমাদের বলেছিল যে তারা বুথে এসে ভোট দিতে চায়। আগামী দিনে তরুণরাও এর থেকে অনুপ্রেরণা নেবে' ।

রাজীব কুমার জম্মু ও কাশ্মীরে রেকর্ড ভোটের কথা উল্লেখ করে বলেছেন, 'এটি একটি ভিন্ন সাফল্যের গল্প। জম্মু ও কাশ্মীরে মোট ভোট পড়েছে ৫৮.৫৮%।" মুখ্য নির্বাচন কমিশনর আরও বলেন, মাত্র ৩৯টি বুথে পুর্ননির্বাচন হয়েছে। যেখানে ২০১৯ সালে, ৫৪০ টি বুথে পুর্ননির্বাচন হয়েছিল।

রাজীব কুমার আরও বলেছেন, ভোটের আগে এবং ভোট চললাঈন দেশে মোট ১০ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যেটি ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ। রাজীব কুমার বলেন, আগে আচরণবিধি জারি হলেই সব উন্নয়ন কাজ বন্ধ হয়ে যেত। এইবার আমরা এটি পরিবর্তন করেছি। আমরা ৪৮ ঘন্টা সময় দিয়েছি যাতে সরকারী প্রকল্পগুলি চলতে পারে।

ভোট গণনার প্রস্তুতি কেমন? সেই প্রশ্নে রাজীব কুমার বলেন, ভোটের মতোই ভোট গণনাও দ্রুততার সঙ্গে করা হবে। প্রতিটি রাউণ্ড গণনার ফলাফল প্রকাশ্যে আনা হবে। গোটা প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে নজর রাখা হবে।

ECI election commission loksabha election 2024
Advertisment