Advertisment

Lok Sabha Election 2019: নিখুঁত ভাবে দায়িত্ব পালন করেছে কমিশন, মত প্রণবের

সোমবার এক বইপ্রকাশ অনুষ্ঠানে এসে প্রণব মুখোপাধ্যায় বলেন, " স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে এখনকার নির্বাচন কমিশনার, প্রতিষ্ঠান চিরকালই খুব ভাল কাজ করেছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ভোট মরশুমে কংগ্রেস-সহ বিরোধীরা নির্বাচন কমিশনের ভূমিকা মিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে। অথচ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাবেক কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় ভোট মিটতেই নির্বাচন কমিশনকে বড় শংসাপত্র দিলেন। সোমবার কমিশনের প্রশংসা করে প্রণববাবু বলেন, ২০১৯-এর লোকসভা ভোট হয়েছে নিখুঁতভাবে।

Advertisment

সোমবার এক বইপ্রকাশ অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় বলেন, "স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে এখনকার নির্বাচন কমিশনার- এই প্রতিষ্ঠানটি চিরকালই খুব ভাল কাজ করেছে"। প্রাক্তন রাষ্ট্রপতি আরও বলেন, "কেউ নির্বাচন কমিশনের সমালোচনা করতে পারবে না"।

আরও পড়ুন- ভোট গণনা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন এখানে

"গণতন্ত্র যদি রক্ষা হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনের সঠিক ভূমিকার জন্যই হয়েছে। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে আজ পর্যন্ত দায়িত্বে যাঁরা রয়েছেন, সবাই ভাল কাজ করেছেন"। এনডিটিভি-র সনিয়া সিং-এর 'ডিফাইনিং ইন্ডিয়াঃ থ্রু দেয়ার আইজ' বইটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে এসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন প্রণব মুখোপাধ্যায়।

দেড় মাস ধরে চলা সাত দফার নির্বাচনে বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি-র প্রতি পক্ষপাতের অভিযোগ করেছেন একাধিক বিরোধী নেতা। এমনকী, নির্বাচন কমিশনার অশোক লাভাসা মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ করতে চাইছে। কারণ, নির্বাবাচন বিধি লঙ্ঘন প্রসঙ্গে মোদী এবং অমিত শাহকে ক্লিন চিট দেওয়ার সময় তাঁর অনুমতি নেওয়া হয়নি বলেও সরব হয়েছিলেন লাভাসা। এই তথ্য সামনে আসার পরই বিরোধীদের অভিযোগ আরও তীক্ষ্ণ হয়। এসবের পর সোমবার প্রণববাবুর এমন মন্তব্য রাজনীতির অলিন্দে চাঞ্চল্য বাড়িয়েছে।

election commission Pranab Mukherjee General Election 2019
Advertisment