New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/mamata-1.jpg)
কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা।
কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। ঝরেছে প্রাণ। একাধিক জায়গায় আক্রান্ত বিজেপি কর্মী, সমর্থকরা। জখম হয়েছে তৃণমূলও। এই অবস্থায় নিজের দলের কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ীদের সহ্গে তৃণমূল ভবনে বৈঠকে যাওয়ায়র আগেই সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন মমতা। তবে কোভিডকে প্রাধান্য দিয়ে সকলকে শান্ত থাকতে বলেন তিনি।
কালীঘাটে কী বলেছেন মমতা?
Advertisment
- 'বাংলা শান্তি-সংস্কৃতির জায়গা। নির্বাচনে কখনও আবহাওয়া গরম হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী খুবই অত্যাচার চালিয়েছে। কিন্তু এখন কোভিড মোকাবিলাই আসল কাজ।'
- 'আমাদের এতবড় জয়ের পরও সকলকে শান্ত থাকবে অনুরোধ করছি। নির্বাচনে জয়-পরাজয় রয়েছে।'
- 'অসুবিধা থাকলে পুলিশের কাছে যান।'
- 'কয়েকজন পুলিশও বিজেপির হয়ে কাজ করেছে। এক্ষেত্রে তারা যেমন মনে করেছে করেছে।'
- 'বর্ধমানে, শীতলকুচিতে আজও গোলমাল হচ্ছে।'
- 'এখন পুলিশ আইন-শৃঙ্খলাটা দেখুক।'
- 'কোচবিহারের পুলিশ সুপারতো কমিশনের হয়েই কাজ করেছেন।'