লোকসভা নির্বাচনে লক্ষ্য ৪০০ আসন! তাই এবারের নির্বাচন বিজেপির কাছে একটা চ্যালাঞ্জ হয়ে উঠেছে, বিশেষ করে সেই সকল রাজ্যে যেখানে পদ্ম শিবিরের আধিপত্য তুলনামূলকভাবে কম।
রোড'শো, সভা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সপ্তাহগুলিতে দক্ষিণের পাঁচ রাজ্যেকে ফোকাস করেছেন। বিজেপির একাই ৩৭০ আসন জয়ের লক্ষ্যে এই রাজ্যগুলিকে পাখির চোখ করেছেন মোদী।
গত ১০ দিনে, প্রধানমন্ত্রী মোদী দক্ষিণের পাঁচটি রাজ্য - তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা - একাধিকবার সফর করেছেন। মঙ্গলবার, মোদী কেরলের পালাক্কাডে রোড'শো করেন। এরপর তিনি তামিলনাড়ুর সালেমে একটি সমাবেশে ভাষণ দেন।
সোমবার, তিনি কর্ণাটকের শিবমোগায় যাওয়ার আগে তেলেঙ্গানার একটি জনসভায় ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস)কে নিশানা করেন। তার এগে প্রধানমন্ত্রী অন্ধ্র প্রদেশে, তেলেঙ্গানার কেরল, তামিলনাড়ুতে একাধিক জনসভায় ভাষণ দেন।
দক্ষিণে কর্ণাটক ছাড়া আর কোন রাজ্যেই বিজেপির তেমন প্রভাব লক্ষ্য করা যায় না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাঁচটি রাজ্যের ১২৯ টি আসনের মধ্যে বিজেপি মাত্র ২৯টি আসন জিতেছিল।
সিনিয়র বিজেপি নেতা এবং কেরল বিজেপি ইনচার্জ প্রকাশ জাভেদকর এবার দলের সম্ভাবনা সম্পর্কে আস্থা প্রকাশ করে বলেছেন যে বিজেপি দক্ষিণ ভারতে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। তিনি বলেছেন, "আমি নিশ্চিতভাবে বলতে পারি লোকসভা নির্বাচনের পরে, বিজেপি দক্ষিণে একক বৃহত্তম দল হিসাবে আর্বিভূত হবে এবং এনডিএ সর্বাধিক সংখ্যক আসন পাবে,”।
ইতিমধ্যে, ভাষার বাধা দূর করার লক্ষ্যে, বিজেপি প্রধানমন্ত্রীর বক্তৃতা স্থানীয় ভাষা সহ বিভিন্ন দক্ষিণী ভাষায় অনুবাদ করতে মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করছে। উল্লেখ্য দক্ষিণের মন জয়ে মোদী সরকার চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তামিলনাড়ুর প্রখ্যাত কৃষি বিজ্ঞানী প্রয়াত এমএস স্বামীনাথনমকেও ভারতরত্ন সম্মান দেওয়ার কথাও ঘোষণা করে।
আরও পড়ুন : < Lok Sabha elections: বিজেপিকে টেক্কা দিতে বিরাট কৌশল, মাত্র ৫০০টাকায় মিলবে রান্নার গ্যাস, CAA, UCC, NEET নিয়েও বড় ঘোষণা >