Advertisment

Lok Sabha Elections 2024 Results: ভোটে 'হেরে ভূত' মোদীর ১৫ মন্ত্রী! স্মৃতি থেকে সাধ্বী, রয়েছেন বাংলার দুই-ও

Loosers in Modi Cabinet: মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, অথচ ভোট পেলেন না! মঙ্গলবার প্রকাশ্যে এসেছে লোকসভা নির্বাচনের মার্কশিট। আর সেই রিপোর্ট কার্ডে ডাহা ফেল মোদী মন্ত্রিসভার ১৫ জন সদস্য। হ্যাঁ, ঠিকই পড়েছেন, নির্বাচনে হেরেছেন ১৫ জন কেন্দ্রীয় মন্ত্রী। হেরোদের তালিকায় রয়েছেন বাংলার দুই। তৃণমূল অবশ্য তাঁদের হাফ-প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করেন। আদতে তাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তবুও মন্ত্রী তো। সেই মন্ত্রীরা কারা দেখুন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
in lok sabha election 2024 bjp will win maximum seats from west bengal says modi

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Loosers in Modi Cabinet: মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, অথচ ভোট পেলেন না! মঙ্গলবার প্রকাশ্যে এসেছে লোকসভা নির্বাচনের মার্কশিট। আর সেই রিপোর্ট কার্ডে ডাহা ফেল মোদী মন্ত্রিসভার ১৫ জন সদস্য। হ্যাঁ, ঠিকই পড়েছেন, নির্বাচনে হেরেছেন ১৫ জন কেন্দ্রীয় মন্ত্রী। হেরোদের তালিকায় রয়েছেন বাংলার দুই। তৃণমূল অবশ্য তাঁদের হাফ-প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করেন। আদতে তাঁরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তবুও মন্ত্রী তো। সেই মন্ত্রীরা কারা দেখুন এই প্রতিবেদনে।

Advertisment

স্মৃতি ইরানি- ২০১৯ সালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে জাতীয় রাজনীতিতে চমক দিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় বউমা। দীর্ঘ সময় পর কংগ্রেসের হাতছাড়া হয়েছিল আমেঠি। তার পর তিনি মোদী মন্ত্রিসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী হয়েছিলেন স্মৃতি। এবারের নির্বাচনে তিনি হেরে গেলেন কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে। ১.৬৭ লক্ষ ভোটে হেরেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

নিশীথ প্রামাণিক- কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হেরেছেন তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়ার কাছে। প্রায় ৪০ হাজার ভোটে হেরেছেন তিনি।

সুভাষ সরকার- নিশীথ ছাড়াও বাংলা থেকে মোদী মন্ত্রিসভার সদস্য সুভাষ সরকার হেরেছেন বাঁকুড়া কেন্দ্র থেকে। তাঁকে হারিয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। প্রায় ৩২ হাজারেরও বেশি ভোটে হেরেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

অজয় মিশ্র টেনি- লখিমপুর খেরির কথা মনে আছে! যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের কনভয়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল চার কৃষক এবং এক সাংবাদিকের। সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি এবার হেরেছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ শর্মার কাছে। ব্যবধান ৩৪ হাজারের বেশি ভোট।

আরও পড়ুন PM Narendra Modi: ভোটের প্রচারে বাংলায় ২৩টি জনসভা মোদীর, কোথায় কী ফল করল বিজেপি, দেখুন রিপোর্ট কার্ড

আর যে সব উল্লেখযোগ্য মন্ত্রীরা হেরেছেন তাঁরা হলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কৈলাস চৌধুরি, অর্জুন মুন্ডা, রাজীব চন্দ্রশেখর, মহেন্দ্রনাথ পাণ্ডে, কৌশল কিশোর, সঞ্জীব বালিয়ান, রাওসাহেব দানবে, আর কে সিং, ভি মুরলীধরণ, এল মুরুগান।

PM Narendra Modi Smriti Irani Modi Government Nisith Pramanik Minister Subhash Sarkar লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment