Advertisment

গালওয়ানের শহিদ স্মৃতি উস্কে প্রচারে বিহারী আবেগই হাতিয়ার মোদীর

'ক্ষমতায় ফিরলে বিরোধিরা দাবি করেছে ৩৭০ ধারা আবার ফিরিয়ে আনবে। এরপরও কিভাবে বিহারবাসীর ভোট চায় ওরা? এটাকী বিহারীদের অপমান নয়?'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিহার বিধানসভা ভোটের প্রচারের শুরুতেই আবেগকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। চেষ্টা করলেন গালওয়ান সংঘর্ষে বিহারী শহিদ জাওয়ানদের স্মূতি উস্কে দেওয়ার। একই সঙ্গে বিরোধী আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের প্রবল সমালোচনা করেছেন মোদী। তাঁর দাবি, বিহারকে 'রোগগ্রস্ত' করে তোলার পিছনে যেসব দল ছিল তাদেরকে আর ক্ষমতায় ফেরাবেন না ভোটাররা।

Advertisment

এ দিন সাসারাম, গয়া ও ভাগলপুরে পর পর সভা মোদীর। সাসারামের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, 'ভারত মাতার সুরক্ষা ও ত্রিরঙ্গার সম্মান রক্ষায় গালওয়ানে শহিদ হয়েছেন বিহারের যুবকরা। পুলওয়ামাতেও বিহারী জওয়ানরা শহিদ হয়েছিলেন। আমি তাঁদের নতমস্তকে শ্রদ্ধা জানাই।'

এরপরই কাশ্মীরের ৩৭০ ধারা রদ প্রসঙ্গ টেনে মোদী বলেন, 'এনডিএ সরকার ৩৭০ ধারা প্রত্যাহার করেছে। ক্ষমতায় ফিরলে বিরোধিরা দাবি করেছে ওই ধারা আবার বলবৎ করবে। এরপরও কিভাবে বিহারবাসীর ভোট চায় ওরা? এটাকী বিহারীদের অপমান নয়? এই রাঝ্যের বহু যুবক-যুবতী দেশ রক্ষার কাজে সীমান্তে যায়। তাঁরা কি শুধু শহিদ হতে সেখানে যাবেন?'

আরজেডি জমানার প্রবল সমালোচনা করে এদিন প্রদানমন্ত্রী নির্বাচনী সভায় বলেন, 'যাঁরা বিহারকে রোগগ্রস্ত রাজ্যে পরিণত করেছে তাঁদের আর ক্ষমতায় না ফেরাতে সংকল্প নিয়েছেন বিহারবাসী।' তাঁর কথায়, 'লোলুপ দৃষ্টিতে পূর্বের শাসকরা এখন উন্নয়শাল বিহারের দিকে তাকাচ্ছে। কিন্তু, আইন-শৃঙ্খলার অবনথি থেকে দুর্নীতি- তারা এর পিছনে রয়েছে বিহারবাসীর তা ভুলে যাওয়া উচিত নয়। '

এ দিন কৃষি বিলের পক্ষেও মুখ খোলেন মোদী। জানান, এর বিপক্ষে যাঁরা তাঁরা আসলে ফোড়ে ও কৃষকদের স্বার্থ বিরোধী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp PM Narendra Modi modi Bihar Elections
Advertisment