Advertisment

Rahul Gandhi On Modi: 'মাথায় মোদীর হাতই কী নিরাপত্তার গ্যারান্টি'? যৌন কেলেঙ্কারি নিয়ে এবার সরব রাহুল

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাহুল লিখেছেন, “যথারীতি, নরেন্দ্র মোদী কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের বিষয়ে লজ্জাজনকভাবে তাঁর নীরবতা বজায় রেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Prajwal Revanna sex abuse allegations, Congress attacks PM Modi

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাহুল লিখেছেন, “যথারীতি, নরেন্দ্র মোদী কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের বিষয়ে লজ্জাজনকভাবে তাঁর নীরবতা বজায় রেখেছেন।

'মোদীর রাজনৈতিক পরিবারের অংশ হওয়া কি অপরাধীদের নিরাপত্তার গ্যারান্টি?' প্রশ্ন তুলে বিজেপিকে চরম নিশানা কংগ্রেসের।

Advertisment

জেডি(এস) সাংসদ প্রজওয়াল রেভান্নার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ প্রসঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আক্রমণ অব্যাহত রেখেছে কংগ্রেস। বুধবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা উভয়েই এই ইস্যুতে তাঁদের আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাহুল লিখেছেন, “যথারীতি, নরেন্দ্র মোদী কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের বিষয়ে লজ্জাজনকভাবে তাঁর নীরবতা বজায় রেখেছেন। তাকে জবাব দিতে হবে, সব জেনেও কেন (বিজেপি) শুধু ভোটের লোভে রেভান্নার হয়ে কেন তিনি প্রচার করলেন? এত বড় অপরাধী এত সহজে দেশ ছেড়ে কীভাবে পালিয়ে গেল"? তিনি যোগ করেছেন, “কায়সারগঞ্জ থেকে কর্ণাটক এবং উন্নাও থেকে উত্তরাখণ্ড, মহিলাদের প্রতি যে অন্যায় হয়েছে তা নিয়ে বিবৃতির বদলে মোদী অপরাধীদের প্রতি তাঁর নীরব সমর্থন বজায় রেখেছেন যা অপরাধীদের মনোবল বাড়াচ্ছে। মোদীর 'রাজনৈতিক পরিবারের' অংশ হওয়া কি অপরাধীদের জন্য 'নিরাপত্তার গ্যারান্টি'? সেই প্রশ্নও তুলেছেন রাহুল।

অপরদিকে অসমে এক বক্তৃতায় প্রিয়াঙ্কা বলেন, “বিজেপি নেতারা মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় বড় বুলি আওড়ান। কর্ণাটকে কী ঘটছে তা দেশের মানুষ দেখেছেন। তাদের দলের সঙ্গে যুক্ত নেতারা এই ধরণের নারকীয় কাণ্ড ঘটিয়েছেন। মোদীজি সেই অপরাধীর জন্য প্রচার করেছিলেন। অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাঁকে আটকানোর কেউ নেই। মোদীজি বা অমিত শাহ কেউই তাকে বাধা দেননি। তারা তাকে পালাতে সাহায্য করেছে। যেখানেই নারীদের বিরুদ্ধে অপরাধ হয়েছে, তা উত্তরপ্রদেশের হাতরাস হোক বা উন্নাও মোদীজি নীরব ছিলেন। পরিবর্তে বিজেপি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে গিয়েছে"।

এপ্রসঙ্গে তিনি টেনে আনেন মণিপুরের নগ্ন প্যারেডের ঘটনাও। প্রিয়াঙ্কা বলেন, সেই ভিডিওটি মোদীজি, অমিত শাহও নিশ্চয়ই দেখেছেন। তার পরেই কেন তারা চুপ ছিলেন'? ভাষণ চলাকালীন, তিনি মহিলা ভোটারদের কাছেও পৌঁছে দাবি করেন বিজেপি "মহিলাদের জন্য কিছুই করেনি"।

rahul gandhi
Advertisment