Advertisment

Lok Sabha Election 2019: "বাংলায় রাজনৈতিক জমি হারাচ্ছেন দিদি"

"দিদির রাতের ঘুম উড়ে গিয়েছে এখন। স্পিড ব্রেকার দিদির ঘুম হচ্ছে না। পায়ের তলার মাটি কেঁপে গেলে কেমন লাগে টের পেয়েছেন দিদি। তাই তিনি অনবরত আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন। দিদি আসলে ভয় পেয়েছেন"

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূলের অভিযোগে সরলেন কে কে শর্মা, দায়িত্বে বিবেক দুবে

নরেন্দ্র মোদী, ছবি: টুইটার।

রবিবার কোচবিহারের রাসমেলায় বিজেপির জনসভায় মমতাকে সরাসরি আক্রমণ করলেন মোদী। দিন চারেক আগেই বাংলায় এসে মমতাকে উন্নয়নের স্পিড ব্রেকার বলেছিলেন মোদী। কোচবিহারের জনসভায় বললেন, "রাজ্যে নিজের রাজনৈতিক জমি হারিয়ে নির্বাচন কমিশনের ওপর রাগ দেখাচ্ছেন মমতা।

Advertisment

"এনডিএ-র সাহস আছে, তাই জঙ্গিদের ঘরে ঢুকে ওদের মেরে আসতে পারছে। আগের সরকারের এতটা সাহস ছিল না", বললেন মোদী। ভোটের আগে কলকাতা এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ায় শনিবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রসঙ্গেই মোদী বললেন, "দিদির রাতের ঘুম উড়ে গিয়েছে এখন। স্পিড ব্রেকার দিদির ঘুম হচ্ছে না। পায়ের তলার মাটি কেঁপে গেলে কেমন লাগে টের পেয়েছেন দিদি। তাই তিনি অনবরত আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন। দিদি আসলে ভয় পেয়েছেন"।

আরও পড়ুন, পুরুলিয়ায় বিজেপির স্থানীয় প্রার্থী, এখনও ঘোষণা বাকি বর্ধমান-দুর্গাপুরে

"মহাকাশে যখন আমরা মহাশক্তিমান হয়ে উঠলাম, বিরক্ত হলেন দিদি। জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম, তখন খুব বিরক্ত হলেন দিদি। দিদি এবং তাঁর বন্ধুরা দেশে দু'জন বন্ধু চান। একজন দেশের, আরেকজন কাশ্মীরের। ২০১৪-এর আগে ভারতে নিয়মিত জঙ্গি হামলা হত, আমাদের সেনারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সরকারের সাহস ছিল না। এখন জঙ্গিদের ঘরে ঢুকে তাদের মেরে আসার ক্ষমতা রাখি আমরা", বললেন নরেন্দ্র মোদী।

"বাংলার জন্য কেন্দ্র যখনই কিছু করতে চেয়েছে, দিদি বাধার সৃষ্টি করেছেন। রাজ্যের ১ কোটি মানুষকে ৪ লক্ষ টাকা চিকিৎসার সুবিধা দিয়েছিল কেন্দ্র, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিতে চেয়েছিল কেন্দ্র। দিদির সরকার তা বাস্তবায়িত করতে দেয়নি। গরিবদের জন্য বাড়ি তৈরি করার প্রকল্পে বাধা দিয়েছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের বেআইনি ভাবে ভারতে আশা রুখতে আমরা আসামে এনআরসি চালু করলাম। এতে দেশের মানুষেরই নিরাপত্তা বাড়ল, অথচ দিদি বাংলার মানুষকে মিথ্যে বোঝালেন", সরাসরি মমতাকে আক্রমণ করে বললেন মোদী।

Read the full story in English

lok sabha 2019 narendra modi
Advertisment