হিংসা-বিধ্বস্ত মণিপুর পরিদর্শন না করার জন্য লোকসভা ভোটের আগে ফের একাবার মোদীকে নিশানা করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। গোটা ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে শরদ পাওয়ার রবিবার বলেছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার রাজ্যের জনগণকে রক্ষা ও তাঁদের দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেয়ে সুপ্রিয়া সুলের প্রচারের সময়, শরদ পাওয়ার মণিপুর প্রসঙ্গে মোদীকে কাঠগড়ায় তোলেন। তিনি এদিন বলেন, “মণিপুরের মানুষ সবচেয়ে খারাপ সংকটের মুখোমুখি হয়েছে। কেন্দ্র ও রাজ্যের উচিত ছিল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”
"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী প্রচারে সরকারের সাফল্যকে তুলে ধরছেন। কিন্তু তিনি মণিপুরের পরিস্থিতির কথাও উল্লেখ করেন না…! তাই, আমাদের সকলের উচিত মণিপুরের জনগণ এবং যারা অন্যায়ের সম্মুখীন হয়েছে তাদের পাশে দাঁড়ানো"।
মেইতি সম্প্রদায়ের দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে ‘উপজাতি সংহতি মিছিল’ সংগঠিত হওয়ার পর গত বছরের ৩রা মে রাজ্যে জাতিগত সংঘাতে কমপক্ষে ২১৯ জন নিহত হয়েছে। অবস্থা এ ছাড়া পাঁচটি উপত্যকা জেলা এবং তিনটি পার্বত্য জেলায় ৫০হাজারের -এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বর্তমানে ত্রাণ কেন্দ্রে বসবাস করছেন।
উল্লেখ্য, মণিপুরে ১৯ এবং ২৬ এপ্রিল দুই ধাপে ভোটপর্ব অনুষ্ঠিত হবে। ত্রাণ শিবির গুলিতেও ভোটদানের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রার্থীরা এখনও সেই সব ত্রাণ শিবিরে গিয়ে সাধারণের সঙ্গে দেখা করেন নি। নির্বাচনী প্রচারের পরিবর্তে, প্রার্থীরা “ইন-ক্যামেরা” মিটিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন।