PM Modi files nomination: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মোদী, শুভ মহরত মেনে বারাণসীতে মনোনয়ন পেশ

PM Narendra Modi files Nomination: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য বারাণসীতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকার দশাশ্বমেধ ঘাটে প্রার্থনার মাধ্যমে তাঁর দিন শুরু করেন, এরপর তিনি কালভৈরব মন্দির পরিদর্শন করেন। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে বারাণসী আসনে ভোট হবে।

PM Narendra Modi files Nomination: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য বারাণসীতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকার দশাশ্বমেধ ঘাটে প্রার্থনার মাধ্যমে তাঁর দিন শুরু করেন, এরপর তিনি কালভৈরব মন্দির পরিদর্শন করেন। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে বারাণসী আসনে ভোট হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Narendra Modi, Modi files nomination in Varanasi

PM Narendra Modi files Nomination: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য বারাণসীতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন।

PM Narendra Modi files Nomination: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য বারাণসীতে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকার দশাশ্বমেধ ঘাটে প্রার্থনার মাধ্যমে তাঁর দিন শুরু করেন, এরপর তিনি কালভৈরব মন্দির পরিদর্শন করেন। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে বারাণসী আসনে ভোট হবে।

Advertisment

২০১৪, ২০১৯ আর এবার ২০২৪। বারাণসী থেকে হ্যাটট্রিকের লক্ষ্যে মঙ্গলবার শুভ মহরত মেনে বারাণসী থেকে মনোনয়ন জমা দিলেন মোদী। ঠিক সকাল ১১.৪০ মিনিটে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে সোমবার নিজের কেন্দ্রে জমজমাট রোড শো করেন তিনি।

মনোনয়ন জমা করার আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেটি আসলে বারাণসী কেন্দ্রে তাঁর রিপোর্ট কার্ড। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মোদী। সেই সময় থেকে এখনও পর্যন্ত বারাণসীর উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ক্যাপশনে নরেন্দ্র মোদী লিখেছেন, 'কাশীর সঙ্গে আমার সম্পর্ক অভূতপূর্ব। এই সম্পর্ক কখনও ছিন্ন হবে না। এর কোনও তুলনাও চলে না। ভাষায় ব্যক্ত করা যাবে না কাশী নিয়ে আমার আবেগ, অনুভূতি। মা গঙ্গা আমাকে বেছেছে।'

Advertisment

আরও পড়ুন Madhavi Latha: ভোটারদের বোরখা খুলে দেখছেন বিজেপি প্রার্থী! ভয়ঙ্কর অভিযোগে কী পদক্ষেপ কমিশনের?

এদিন মোদীর সঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের শীর্ষ নেতারা। ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

Varanasi PM Narendra Modi bjp loksabha election 2024