ভরা জনসভায় মায়ের ছবি দেখে আপ্লুত মোদী। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল প্রধানমন্ত্রীর। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি।
আজ মাতৃদিবস। মাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটি উদযাপনে সামিল সকলেই। মাতৃদিবসের চল মূলত পশ্চিমী দেশগুলিতে আগে দেখা গেলেও বর্তমানে দেশের প্রতিটি প্রান্তের মানুষ আজকের এই দিনটি ‘মাদার্স ডে’ হিসাবে পালন করেন।
আগামীকালই রাজ্যের ৮ আসন সহ দেশের ৯৬ টি লোকসভা আসনে ভোট। ঠিক তার আগেই মাতৃদিবসের দিনই বাংলায় পরপর চারটি জনসভা করেন মোদী। এদিন ভাটপাড়ায় সভা শেষে চুঁচুড়ায় হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভা করেন মোদী।
সেই সভায় মায়ের সঙ্গে নিজের দুটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। মোদী যখন এদিনের জনসভায় ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে দুই যুবক মোদীর সঙ্গে তাঁর মা হীরাবেনের সঙ্গে মোদীর দুটি ছবি তুলে ধরেন। তা দেখেই আবেগে ভেসে যেন মোদী।
ছবিতে মোদীর চোখ পড়ার সঙ্গে সঙ্গে তিনি এসপিজি জওয়ানদের নির্দেশ দেন ছবি দুটি সংগ্রহ করে আনার জন্য। উপহার পেয়ে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। নির্বাচনী সমাবেশের মাঝেই 'মাতৃ দিবস' নিয়েও বেশ কিছু কথাও বলেন তিনি।
মোদী বলেন, ‘পশ্চিমী দেশগুলিতে আজ মাতৃ দিবস পালিত হচ্ছে। ভারতীয়রা বছরভর মা দুর্গা মা কালী, ভারত মাতার করি’। এরপর হাতে আঁকা দুটি ছবি চেয়ে নেন। একই সঙ্গে যে দুই যুবককে ছবিগুলি মোদীকে উপহার দেন, তাদের ছবির পিছনে নাম, ঠিকানা লিখে দিতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
মোদীকে উপহার দেওয়া ছবির একটিতে, প্রধানমন্ত্রীকে তাঁর মায়ের পায়ের কাছে বসে থাকতে দেখা যায়। যেখানে মা তাঁকে কিছু কথা বলছেন। দ্বিতীয় ছবিতে, প্রধানমন্ত্রী মোদীকে মা হীরাবেনের কাঁধে হাত রেখে তাকে আদর করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। গত বছর প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। সাক্ষাত্কারে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এটিই প্রথম লোকসভা নির্বাচন যেখানে তিনি তার মায়ের পা না ছুঁয়ে মনোনয়ন জমা দিতে যাবেন। ১৪ মে বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী মোদী।