Advertisment

Congress manifesto: মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের উত্তাল রাজনীতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি খাড়গের

কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, kharge

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ, একটি আম্বেদকর জয়ন্তী অনুষ্ঠানে, সংসদে, নয়াদিল্লিতে, রবিবার, এপ্রিল 14, 2024। (পিটিআই ছবি)

কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী গতকাল রাজস্থানের এক সভা থেকে বলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ শুধু সং‌খ্যালঘুদের মধ্যে বণ্টন করবে কংগ্রেস'। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস। এদিকে মোদীর এই মন্তব্যের পর মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন।

Advertisment

রবিবার কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার এক জনসভায় মোদী বলেন,' কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তবে তারা জনগণের সম্পত্তি নিয়ে মুসলমানদের মধ্যে বিতরণ করবে'। রাজস্থানের বাঁশোয়াড়ার এক জনসভায় মোদী বলেন, ''মনমোহন সিং সরকার ক্ষমতায় থাকার সময়েই জানিয়ে দিয়েছিল দেশের সম্পদে সবচেয়ে আগে মুসলিমদের অধিকার রয়েছে। এ বার কংগ্রেস ইস্তেহারে বলেছে, ক্ষমতায় এলে আপনাদের রোজগারের অর্থ মুসলিম, অনুপ্রবেশকারীদের মধ্যে বণ্টন করবে'।

তাঁর কথায়, 'কংগ্রেসের ইস্তাহারেই বলা হয়েছে যে মা-বোনেদের সোনার হিসাব নেওয়া হবে। তার পর সেই সম্পদ বণ্টন করা হবে তাদের মধ্যে যাদের দেশের সম্পত্তিতে সবচেয়ে আগে অধিকার বলে মনমোহন সিংহের সরকার জানিয়েছিলেন। পাশাপাশি প্রবল আক্রমণের সুরে মোদী এদিন বলেন, 'শহুরে নকশালদের এই ভাবনা মা-বোনেদের মঙ্গলসূত্রকে পর্যন্ত ছাড়বে না।'

আমরা ইস্তেহারটি পিএমওতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি: কংগ্রেস
প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে চলছে তুঙ্গে চর্চা। ইতিমধ্যে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইস্তেহারের একটি কপি প্রধানমন্ত্রী মোদীর কাছে হস্তান্তর করবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, 'নির্বাচন সম্প্রীতির মানসিকতা নিয়ে লড়তে হবে'।

কেসি ভেনুগোপাল আরও বলেন, "মোদী সবকিছু নিয়ে মিথ্যা বলছেন এবং কংগ্রেসের ইস্তেহার নিয়ে মোদী সম্পূর্ণভাবে মিথ্যা বলছেন। সেই কারণেই আমরা য়ামাদের ইস্তেহারটির একটি কপি পিএমওতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। মোদী এখন ক্ষমতায় ফেরা নিয়ে চিন্তিত, সেজন্যই এই সব মিথ্যা কথা বলছেন"।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চান খাড়গে
তথ্য অনুযায়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইস্তেহারের একটি প্রতিলিপি তাঁর হাতে তুলে দেবেন।

modi Mallikarjun Kharge loksabha election 2024
Advertisment