লোকসভা ভোটের প্রচারে মোদীর নিশানায় বারে বারে উঠে এসেছে কংগ্রেস। এবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেন, 'জাতশুমারি আমার কাছে রাজনীতি নয়, এটা আমার জীবনের মিশন'।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেন। এ সময় রাহুল গান্ধী জাত শুমারি নিয়ে কথা বলেন। রাহুল বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমাদের মূল্যায়ন করা উচিত এখন পরিস্থিতি কী এবং আমাদের কোন দিকে যেতে হবে। আমরা এটির বাস্তবায়ন করব'।
বুধবার দিল্লিতে সামাজিক ন্যায়বিচার সম্মেলনে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় রাহুল গান্ধী জাত শুমারি নিয়ে কথা বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের যুগান্তকারী ইস্তেহার দেখে মোদী ভীত হয়ে পড়েছেন। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বর্ণ শুমারি আমার জন্য রাজনীতি নয়, এটা আমার জীবনের মিশন এবং কোনো শক্তিই জাত শুমারি করা থেকে আমাকে আটকাতে পারবে না'। কংগ্রেস সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আমরা প্রথমে জাতিশুমারি করব। এটা আমার গ্যারান্টি'।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী কংগ্রেস দলের ইস্তেহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রমাগত আক্রমণের জবাব দিয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেসের ঐতিহাসিক ইস্তেহার দেখে প্রধানমন্ত্রী মোদী নার্ভাস। তিনি বলেন, কংগ্রেসের ইস্তেহারে দেশের ৯০ শতাংশ জনসংখ্যাকে ন্যায়বিচার দেওয়ার কথা বলা হয়েছে।
পাশাপাশি রাহুল এদিন মোদীকে নিশানা করে বলেন, মোদী সরকার বড় ব্যবসায়ীদের ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করেছে। কংগ্রেসের ইস্তেহারের উদ্দেশ্য এই অর্থের একটি অংশ দেশের ৯০ শতাংশ মানুষকে ফেরত দেওয়া। রাহুল বলেছিলেন গত কয়েকদিন ধরে, প্রধানমন্ত্রী মোদী তার নির্বাচনী সমাবেশে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের উপর ক্রমাগত তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছেন, যখন কংগ্রেস বারবার বলছে যে প্রধানমন্ত্রীর অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে । এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে কংগ্রেস।