Advertisment

Lok Sabha Election 2019: "দিনের শেষে নিরাপদে ঘরেই যদি ফিরতে না পারেন, গাড়ি বাড়ি থেকে কী লাভ?"

"আমরা বলে দিয়েছি, নয়া ভারত কিছু সহ্য করবে না, মুখে কিছু বলে হাত গুটিয়ে বসে থাকবে না"। জম্মু কাশ্মীরের খুব অল্প জায়গা জুড়ে সন্ত্রাসবাদের সমস্যা এখনও রয়েছে বলে জানালেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীলঙ্কার সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিরাপত্তা ছাড়া দেশের সমৃদ্ধি এবং উন্নয়ন অর্থহীন।

Advertisment

বারাণসীতে আড়াই ঘণ্টা রোড শো, গঙ্গা আরতি সেরে  প্রধানমন্ত্রী মোদী বলেন, "শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ হল সম্প্রতি, সেদিন ইস্টার ছিল। লোকেরা পরিবারের সদস্যদের সঙ্গে গির্জায় এসেছিলেন, বাইবেল পাঠ করছিলেন, কত স্বপ্ন আর সংকল্প নিয়ে গিয়েছেন। কিন্তু কেউ বেঁচেই ফিরল না। ওদের সব ছিল। সমৃদ্ধি ছিল, বৈভব ছিল, কাজকর্ম ছিল, বাড়ি গাড়ি সব ছিল। মুহূর্তের মধ্যে সব চলে গেল"।

বারাণসীতে জনতার উদ্দেশ্যে মোদী বলেন, "আপনাদের কাছেও গাড়ি বাড়ি সব আছে। কিন্তু সন্ধেবেলা যদি ঘরে ফিরতে না আসতে পারেন, কী কাজে লাগবে সে সব"?

আরও পড়ুন, মেদিনীপুরে বিজেপি জিতলে ডাবল ফায়দা, একটায় একটা ফ্রি

মোদী বলেন বারাণসীতে সংকটমোচন কিমবা অযোধ্যায় সন্ত্রাসবাদী হামলা সবই হয়েছিল দশ বছরের ইউপিএ জমানায়। এনডিএ-র জমানায় শেষ পাঁচ বছর বেশ স্বস্তিতেই কেটেছে মানুষের দাবি প্রধানমন্ত্রীর।

"আমরা বলে দিয়েছি, নয়া ভারত কিছু সহ্য করবে না, মুখে কিছু বলে হাত গুটিয়ে বসে থাকবে না"। জম্মু কাশ্মীরের খুব অল্প জায়গা জুড়ে সন্ত্রাসবাদের সমস্যা এখনও রয়েছে বলে জানালেন মোদী।

পুলওয়ামা প্রসঙ্গে মোদী বললেন, "পাকিস্তান আমাদের ৪০ জন জওয়ানের প্রাণ নিয়েছে, আমরা ওদের ৪২ জন জঙ্গিকে মেরে ফেলেছি এখনও পর্যন্ত। এই পদ্ধতিতেই কাজ করি আমরা। আমার দেশকে আমি মাথা নোয়াতে দেব না"।

Read the full story in English

General Election 2019 election commission
Advertisment