ঠাকুরনগর, দুর্গাপুরের পর ময়নাগুড়ির সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মোদী। এদিন ময়নাগুড়ির সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘দিদির আমলে অবাধে দাদাগিরি চলছে। বাম আমলের মতো খুন-খারাপি হচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছে। তৃণমূল হল কমিউনিস্ট সরকার পার্ট ২’’ এদিন ময়নাগুড়ির সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর ‘চাওয়ালা’ অবতার নিয়ে মুখ খোলেন নমো। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আমার হৃদয়ের যোগ রয়েছে। আপনারা চা তোলেন, আর আমি চা বানাই।’’ এরপরই মমতাকে কটাক্ষের সুরে মোদী বলেন, ‘‘চাওয়ালাকে কীসের এত ভয় দিদির?’’
অন্যদিকে, মেট্রো চ্যানেলে মমতার ধর্না মঞ্চ নিয়ে এদিন সুর চড়িয়েছেন মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘দেশের ইতিহাসে এই প্রথমবার দেখলাম, কোনও মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে ধর্নায় বসেছেন। কাকে বাঁচাতে চাইছেন?’’ মোদী আরও বলেন, ‘‘যতই ধর্না করা হোক না কেন, গরিবের যাঁরা টাকা লুঠ করেছেন, তাঁদের সব হিসেব চোকাতে হবে। এই চৌকিদার কাউকে ছাড়বে না।’’
Follow Updates in English
4.33 PM: তিন তালাক ইস্যুতে মমতাকে কড়া ভাষায় আক্রমণ মোদীর। প্রধানমন্ত্রী বলেন, ‘‘তিন তালাক আইনকে কেন সমর্থন করছেন না? আপনি তো নিজে একজন মহিলা। তাহলে মুসলিম মহিলাদের কথা কেন ভাবছেন না? ভোট কম পড়ে যাবে?’’
4.31 PM: মমতাকে টার্গেট মোদীর। ‘‘দিদি দিল্লি যেতে ব্যস্ত, আর বাংলা সিন্ডিকেটের জ্বালায় জেরবার’’, বললেন প্রধানমন্ত্রী।
PM Modi in Jalpaiguri, West Bengal: Didi Dilli jaane ke liye pareshaan hai aur Bengal gareeb aur madhyam varg ko syndicate ke gathbandhan se lutne ke liye chhod diya hai. https://t.co/OvCRWjZqQd
— ANI (@ANI) February 8, 2019
4.30 PM: ‘‘পঞ্চায়েত ভোটে এত হিংসা সত্ত্বেও মানুষ বিজেপিকে সমর্থন করেছে। ওটা একটা ট্রেলার ছিল মাত্র। বিজেপি হিংসায় বিশ্বাস করে না। এখন বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই আমাদের সভায় বাধা দেওয়া হচ্ছে’’, ময়নাগুড়ির সভায় মন্তব্য মোদীর। ‘‘ত্রিপুরায় যা হয়েছে, বাংলাতেও তাই হবে’’, বললেন নমো।
4.28 PM: লোকসভা ভোটের আগে ফের মহাজোটকে আক্রমণ মোদীর। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহাজোট হল আসলে মহাভেজাল।’’
4.25 PM: ‘‘তৃণমূল হল কমিউনিস্ট সরকার পার্ট ২। বামেদের মতোই খুনের রাজনীতি চলছে। লুঠের সরকার চলছে এখানে। জগাই-মাধাই সরকার চালাচ্ছে। সিন্ডেকেট রাজ চলছে’’, ময়নাগুড়িতে বললেন নমো।
4.20 PM: মমতার ধর্নাকে নিশানা মোদীর। ময়নাগুড়ির সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘দিদির আমলে অবাধে দাদাগিরি চলছে। দেশের ইতিহাসে এই প্রথমবার দেখলাম, কোনও মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে ধর্নায় বসেছেন। কাকে কাকে বাঁচাতে ধর্নায় বসলেন?’’ মোদী আরও বলেন, ‘‘যতই ধর্না করা হোক না কেন, গরিবের যাঁরা টাকা লুঠ করেছেন, তাঁদের সব হিসেব চোকাতেই হবে। মনে রাখবেন এই চৌকিদার আপনাদের ছাড়বে না।’’
4.15 PM: তৃণমূলকে নিশানা মোদীর। ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী বলেন,‘‘মা-মাটি-মানুষের নামে ওঁরা বামেদের মতো খুন-খারাপি করছেন, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করছে।’’ ‘‘পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে হিংসা, সন্ত্রাস চলছে, এসব বন্ধ করতেই হবে’’, বললেন নরেন্দ্র মোদী।
PM Narendra Modi in Jalpaiguri, West Bengal: Paschim Bengal ki sarkar ne maati ko badnaam kar diya hai aur maanush ko majboor kar diya hai. The West Bengal which was known for its art & culture is now being discussed for its violence and undemocratic ways. pic.twitter.com/FLYXQHl0PL
— ANI (@ANI) February 8, 2019
4.07 PM: ‘‘উত্তরবঙ্গের সঙ্গে আমার হৃদয়ের যোগ রয়েছে। আপানারা চা তোলেন, আমি চা বানাই। চাওয়ালাকে কেন ভয় পান দিদি?’’, মমতাকে আক্রমণ মোদীর।
PM Narendra Modi in Jalpaiguri, West Bengal: North Bengal se mera ek khaas rishta bhi hai aur ye rishta aapko bhi maloom hai. Ye rishta chai ka rishta hai. Aap chai ugaane wale hain main chai banane wala hoon. pic.twitter.com/0u05KL4Q1c
— ANI (@ANI) February 8, 2019
4.04 PM: জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন মোদী।
3.57 PM: ঠাকুরনগরের মতো ময়নাগুড়িতেও বাংলায় বক্তব্য শুরু করলেন মোদী। ‘‘জলপাইগুড়ির পবিত্র মাটিকে প্রণাম জানাই’’, বললেন মোদী। ‘‘আর মামলার জন্য কলকাতা যেতে হবে না’’, বললেন নমো।
3.56 PM: ‘‘৭০ বছর পরও উত্তরবঙ্গ অবহেলিত। রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এইমস হয়নি এখানে, আমরা তা করব। চা বাগানও আজ অবহেলিত। আমরা অনেক উন্নয়ন করব,’’ বললেন দিলীপ ঘোষ।
3.51 PM: ফালাকাটা-সলসলাবাড়ি জাতীয় সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফোর লেনের ৩১ ডি জাতীয় সড়কের উদ্বোধন করলেন নমো।
West Bengal: PM Narendra Modi lays the foundation stone for the four-laning of the Falakata – Salsalabari section of NH -31 D and inaugurates New High Court Circuit Bench in Jalpaiguri. pic.twitter.com/JzXPR5uVo4
— ANI (@ANI) February 8, 2019
3.48 PM: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ রাহুল সিনহার। ‘‘মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প করছেন, কী লাভ? শিল্প নেই। একটাই শিল্প আছে, সেটা হল চোলাই মদের শিল্প’’, বললেন রাহুল সিনহা।
3.46 PM: ‘‘আজ রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবেন না। ঘুমের ওষুধ খেতে হবে’’, ময়নাগুড়ির সভায় মমতাকে আক্রমণ রাহুল সিনহার।
3.37 PM: ময়নাগুড়িতে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপ্টারে করে পৌঁছোলেন মোদী।
3.28 PM: ‘‘৭১ বছর হল দেশ স্বাধীন হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে আমাদের গণতন্ত্র যাত্রা করতে হচ্ছে, এর থেকে বড় লজ্জা আর কী থাকতে পারে’’, ময়নাগুড়ির সভায় বললেন বাবুল সুপ্রিয়।
3.25 PM: ময়নাগুড়ির সভায় নাগরিকত্ব বিলের প্রসঙ্গ টানলেন সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া।
3.15 PM: ময়নাগুড়ির সভায় মমতাকে নিশানা রূপার। বিজেপি নেত্রী বলেন, ‘‘কেন্দ্র কোটি কোটি টাকা দিয়েছে উন্নয়নের জন্য, কিন্তু এ টাকাগুলো পশ্চিমবাংলার মানুষ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাগুলো কেড়ে নিচ্ছেন। এতদিন কোমর ভেঙে দিয়েছিল সিপিএম। এখন জানে মেরে দিল তৃণমূল।’’ বিরোধী জোটকে কটাক্ষ করে রূপা বলেন, ‘‘ভোটের আগে ঠগবন্ধন করছেন। ভোটের আগে সবকটা চোর একসঙ্গে হয়েছেন।’’
3.05 PM: ময়নাগুড়ির সভায় বক্তব্য রাখছেন রূপা গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণ পরেই আসবেন মোদী।
2.34 PM: সিবিআই বিরোধিতা নিয়ে ময়নাগুড়িতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করতে পারেন মোদী।
2.08 PM: কী বলবেন মোদী? তাকিয়ে ময়নাগুড়ি। আর কিছুক্ষণ পরই সভা করবেন প্রধানমন্ত্রী। নমোর সভা ঘিরে জোরদার নিরাপত্তা।
1.30 PM: আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর ২টোয় বাগডোগরায় নামার কথা মোদীর।
1.00 PM: ময়নাগুড়িতে সভার আগে ছত্তিসগড়ের রায়পুরে সভা করলেন মোদী।
Speaking to my sisters and brothers of Chhattisgarh. Watch the rally in Raigarh. https://t.co/gVvoG0CRKU
— Narendra Modi (@narendramodi) February 8, 2019
12.30 PM: কয়েকঘণ্টা বাদেই ময়নাগুড়িতে পা রাখবেন প্রধানমন্ত্রী।
12.00 PM: ময়নাগুড়ির সভা নিয়ে টুইট প্রধানমন্ত্রীর। ‘‘বাংলায় বিজেপির জনসমর্থন বাড়ছে। বাংলার মানুষ বুঝতে পারছেন যে, বিজেপিই তাঁদের স্বপ্নপূরণ করবেন’’, টুইট মোদীর।
In the afternoon, I will address a public meeting in Mainaguri.
During my recent visits to West Bengal, I have been seeing the massive support for BJP.
The people of West Bengal realise that only BJP can fulfil their dreams and aspirations. @BJP4Bengal
— Narendra Modi (@narendramodi) February 8, 2019
11.32 AM: লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করে এ রাজ্যের প্রচারে এতটুকুও খামতি রাখতে চায় না গেরুয়াবাহিনী। মোদীর পাশাপাশি, অমিত শাহও এ রাজ্যে কয়েকটি সভা করেছেন। সেইসঙ্গে, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহানদের মতো জাতীয় স্তরের শীর্ষ নেতারাও এ বাংলার বুকে উনিশের প্রচারে পা রেখেছেন।
11.02 AM: গত শনিবার এ রাজ্যে জোড়া সভা করেছিলেন নমো। ঠাকুরনগর ও দুর্গাপুরের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদী। মতুয়া ভোট টানতে ঠাকুরনগরে বড়মার সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে জোর চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। ঠাকুরনগরের সভা থেকে সংসদে নাগরিকত্ব বিল পাশ করা নিয়ে মমতা সরকারের সমর্থন আদায়ের আর্জি যেভাবে রেখেছিলেন মোদী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
10.45 AM: দুর্গাপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেছিলেন নমো। মোদী বলেছিলেন, ‘‘তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স, এই নামেই এখন সকলে চেনে।’’ পাশাপাশি রাজ্যের সিবিআই-বিরোধিতা প্রসঙ্গ টেনে মমতাকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, “গুজরাতের ঘটনার সময় আমাকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। আপনিও তৈরি থাকুন। যদি দোষী না হন, তাহলে কীসের এত ভয়?” এরপর মোদী বলেন, “কখনও হেলিকপ্টার নামতে দিচ্ছে না, কখনও যাত্রা (রথযাত্রা কর্মসূচি) করতে দিচ্ছে না, সভায় আসা কর্মীদের গাড়িতে আগুন লাগাচ্ছে। আর কত খেলবেন এভাবে? হিংসার মাধ্যমে বিজেপিকে রোখা যাবে না। যত আটকাবেন, তত বাড়বে বিজেপি।”
10.30 AM: গত সপ্তাহে ঠাকুরনগরে মোদীর সভায় বিশৃঙ্খলার ঘটনায় অস্বস্তি বেড়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের। সেদিনের ঘটনা মাথায় রেখে আজকের ময়নাগুড়ির সভায় বাড়তি নজরদারি করা হচ্ছে বলে খবর।
10.15 AM: মোদীর সভায় ‘ভিলেন’ বৃষ্টি। নমোর সভার আগে ময়নাগুড়িতে বৃষ্টি। উল্লেখ্য, আজ ও কাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
10.00 AM: জলপাইগুড়িতে মোদীর সভার প্রচারে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়।
9.30 AM: ইতিমধ্যেই মোদীর সভা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ময়নাগুড়ির চূড়াভান্ডারে। প্রধানমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
9.10 AM: আজ জলপাইগুড়ির ময়নাগুড়িতে মোদীর সভা ঘিরে নতুন করে রাজনৈতিক পারদ চড়বে বলেই মত সংশ্লিষ্ট মহলের। আজকের সভা থেকে মমতা বাহিনীর বিরুদ্ধে নতুন করে কী আক্রমণ করেন মোদী, সেদিকেই তাকিয়ে রাজ্য-রাজনীতি।
8.50 AM: আজ দুপুর ২টো নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদী। সেখান থেকে ময়নাগুড়ির সভার দিকে রওনা দেবেন নমো।
গত শনিবার এ রাজ্যে জোড়া সভা করেছিলেন নমো। ঠাকুরনগর ও দুর্গাপুরের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদী। মতুয়া ভোট টানতে ঠাকুরনগরে বড়মার সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে জোর চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। ঠাকুরনগরের সভা থেকে সংসদে নাগরিকত্ব বিল পাশ করা নিয়ে মমতা সরকারের সমর্থন আদায়ের আর্জি যেভাবে রেখেছিলেন মোদী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।