General Election 2019: আজ বাংলায় ভোটপ্রচারে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেডে জোড়া সভা মোদীর। প্রথমে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভা করার কথা প্রধানমন্ত্রীর। শিলিগুড়ির সভা শেষে কলকাতার ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন নমো। রাজ্যে মোদীর জোড়া সভা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এদিনই উত্তরবঙ্গে মোদীর পাল্টা হিসেবে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনহাটায় সভা করে আজ ভোটপ্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। একদিকে মোদী, অন্যদিকে মমতা, সবমিলিয়ে আজ দুই তাবড় রাজনীতিকের বাগযুদ্ধে বাংলায় ভোটের উত্তাপ চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিশেষ নজর দিয়েছেন মোদী-শাহরা। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৩টিতে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির। জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেতৃত্বের অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের ভোটে মোদীর অন্যতম প্রধান প্রতিপক্ষ মমতাই। আর সেকারণেই মমতাকে টক্কর দিতে এবং বাংলায় নিজেদের আধিপত্য বাড়াতে মোদী-শাহরা উঠেপড়ে লেগেছেন বলেই মনে করছেন রাজনীতির কারবারীদের একাংশ।
আরও পড়ুন, Lok Sabha Election 2019: বাংলায় একই দিনে মোদী বনাম মমতা
মোদীর সভা ঘিরে কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে ঢোকা ও বেরোনোর জায়গায় জোরকদমে চলছে তল্লাশি। পাশাপাশি নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একনজরে জেনে নিন, আজ রাজ্যে মোদীর সফরসূচি...
সকাল ১০.৫৫: অরুণাচল প্রদেশ থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২.৩০: বাগডোগরা বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী।
দুপুর ১২.৩৫: বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির সভাস্থলের দিকে রওনা।
দুপুর ১২.৫০: শিলিগুড়ির সভাস্থলে পৌঁছোবেন মোদী।
দুপুর ১.৩৫: সভা শেষে শিলিগুড়ি থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা মোদীর।
দুপুর ১.৫০: বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোবেন নমো।
দুপুর ১.৫৫: বাগডোগরা বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা মোদীর।
দুপুর ৩.০৫: কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী।
দুপুর ৩.১০: কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ব্রিগেডের উদ্দেশে রওনা মোদীর।
দুপুর ৩.৩০: কলকাতা হেলিপ্যাডে পৌঁছোবেন মোদী।
দুপুর ৩.৩৫: কলকাতা হেলিপ্যাড থেকে সড়কপথে ব্রিগেডের উদ্দেশে রওনা মোদীর।
দুপুর ৩.৪০: ব্রিগেডে পৌঁছোবেন মোদী।
বিকেল ৪.২৫: ব্রিগেডে সভা শেষে সড়কপথে কলকাতা হেলিপ্যাডের উদ্দেশে রওনা মোদীর।
বিকেল ৪.৩০: কলকাতা হেলিপ্যাডে পৌঁছোবেন মোদী।
বিকেল ৪.৫০: কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪.৫৫: কলকাতা বিমানবন্দর থেকে মহারাষ্ট্রের গোন্ডিয়ার উদ্দেশে রওনা মোদীর