সব জল্পনায় ইতি টেনে অবশেষে বড়মার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ঠাকুরনগরে পৌঁছেই বড়মার বাড়িতে যান মোদী। এর আগে বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই কপ্টারে করে ঠাকুরনগরের দিকে রওনা দেন মোদী। পরে নাট মন্দিরে পুজো দেন মোদী। নরেন্দ্র মোদীকে দেখতে কার্যত জনজোয়ার ঠাকুরনগরে। চারিদিকে শুধুই ‘মোদী, মোদী’ স্লোগান। মোদীর সভা ঘিরে ঠাকুরনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অমিত শাহর পর এবার এ রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনিশে এ বাংলার ২২টিরও বেশি আসনে পদ্মফুল ফোটাতে মরিয়া মোদী-শাহরা। আজ থেকেই এ রাজ্যে লোকসভা ভোটের অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, দুর্গাপুরের সভায় যোগ দেবেন পুরুলিয়া, বাঁকুড়া থেকে আসা আদিবাসীরা। আদিবাসীদের পাশেই যে তাঁর সরকার, সেই বার্তা এদিন মোদী দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, কেন নরেন্দ্র মোদীর সভা হয়ে গেল মতুয়া মহাসংঘের সমাবেশ?
অন্যদিকে, ঠাকুরনগরে মোদীর সভা ঘিরে টালবাহানা চলছিল। ঠাকুরনগরে কোন মাঠে প্রধানমন্ত্রীর সভা হবে, তা নিয়ে বিতর্ক শুরু হয়। প্রথমে যে মাঠে সভা ঠিক করা হয়, সেখানে সর্বভারতীয় মতুয়া সংঘের ধর্মীয় কর্মসূচি রয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। সেই নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর প্রতিবাদও করেন। যদিও পরে রেললাইনের ধারে ওই সভার অনুমতি দেয়নি প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দল। কাজেই সভা হবে ঠাকুরবাড়ির পাশে কামনা-সাগরের মাঠে।
সূত্রের খবর, "প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে" বনগাঁর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, আজকের নাম সংকীর্তন কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে আজ শুধুই প্রধানমন্ত্রীর সভা হবে।
ঠাকুরনগরে পাশাপাশি মোদী ও মমতার ব্যানার। নিজস্ব ছবি
আরও পড়ুন, দেশ লড়ুক মোদীকে জেতাতে, বাংলায় বিজেপি-র লক্ষ্য অন্য: অমিত শাহ
লোকসভা ভোটের প্রচারে এ রাজ্যে আগেই এসেছেন মোদীর সেনাপতি শাহ। মালদহ ও কাঁথির সভা থেকে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন শাহ। ছবি বিক্রির নামে কোটি কোটি টাকা নিয়েছেন মমতা, কাঁথির সভা থেকে এমন বিস্ফোরক অভিযোগই করেন শাহ। বিজেপি সভাপতির যে মন্তব্যের তীব্র বিরোধিতা করে আসরে নামেন স্বয়ং মমতা।