Advertisment

PM Narendra Modi: কন্যাকুমারী পৌঁছলেন মোদী, কড়া নিরাপত্তা বলয়ে ৪৫ ঘণ্টা ধ্যান করবেন মোদী

PM Modi reaches Kanniyakumari: লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারপর্ব শেষ করার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে তাঁর ৪৫ ঘন্টা দীর্ঘ ধ্যান অধিবেশনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারী পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi reaches Kanniyakumari

PM Modi reaches Kanniyakumari: কন্যাকুমার পৌঁছলেন মোদী, এবার ৪৫ ঘণ্টা ধ্য়ান করবেন তিনি।

PM Modi reaches Kanniyakumari: লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারপর্ব শেষ করার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে তাঁর ৪৫ ঘন্টা দীর্ঘ ধ্যান অধিবেশনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারী পৌঁছেছেন।

Advertisment

এরপর ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তিনি পরে তাঁর ধ্যানের জন্য বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছাবেন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

১ জুন তাঁর ধ্যান শেষের পর কন্যাকুমারী ছাড়ার আগে, স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালের পাশে তিরুভাল্লুভার মূর্তি পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে মোদীর। স্মৃতিসৌধ এবং মূর্তি উভয়ই দ্বীপের উপর নির্মিত হয়েছে।

স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর ৪৫ ঘন্টা থাকার জন্য ভারী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মোদি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপে ধ্যান করবেন, সেই জায়গা যেখানে বিবেকানন্দের 'ভারত মাতা' সম্পর্কে ঐশ্বরিক দৃষ্টি ছিল বলে মনে করা হয়। তাঁর অবস্থানের সময় প্রায় ২ হাজার পুলিশ কর্মী পাহারা দেবে, এমনকি ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনীও কঠোর নজরদারি বজায় রাখবে।

আরও পড়ুন PM Narendra Modi: ভোটের প্রচার শেষেই ধ্যানস্থ হবেন মোদী, কন্যাকুমারীতে ৩ দিন পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

প্রধানমন্ত্রী এর আগে ২০১৯ সালের নির্বাচনী প্রচারের পরে কেদারনাথ গুহায় অনুরূপ ধ্যানে বসেছিলেন।

PM Narendra Modi tamil nadu Swami Vivekananda লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment