Advertisment

PM oath: নরেন্দ্র মোদীর পদত্যাগ! এরপর প্রধানমন্ত্রীর কুর্সিতে কে, কবেই বা হবে শপথগ্রহণ?

President Murmu: অন্যান্য মন্ত্রিরাও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিলেন পদত্যাগপত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Prime Minister Narendra Modi, President Droupadi Murmu, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Prime Minister Narendra Modi-President Droupadi Murmu: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি: টুইটার/রাষ্ট্রপতি ভবন)

PM Modi submit resignation to President Murmu: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করলেন। তাঁর নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রিরাও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিলেন পদত্যাগপত্র। এই পরিস্থিতিতে ইন্ডিয়ার শরিক আরজেডির নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি(ইউ) সভাপতি নীতীশ কুমার। বুধবার এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া, উভয়েরই বৈঠক রয়েছে। তার মধ্যে নীতীশ কুমার এনডিএ এবং তেজস্বী যাদব ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন।

Advertisment

এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল সাংবাদিকদের জানিয়েছেন, ইন্ডিয়া জোট যথেষ্ট ভালো ফল করেছে। জোটের নেতারা বুধবার সন্ধে ৬টা নাগাদ বৈঠক করবেন বলেও বেনুগোপাল জানান। তিনি বলেন, 'বৈঠকে আমরা জোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।' তার আগে দলীয় বৈঠক সারতে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বাসভবনেও পৌঁছন বেনুগোপাল। বুধবার সন্ধেয় ইন্ডিয়া জোটের বৈঠক হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। তার আগে জোটের কর্মসূচির ব্যাপারে মুখ খুলেছেন ইন্ডিয়া জোটের প্রবীণ নেতা শরদ পাওয়ার। তিনি জানিয়েছেন যে, তেলুগু দেশম পার্টি (টিডিপি) অথবা জেডি (ইউ)-এর নেতাদের ইন্ডিয়া জোটে আহ্বান করার ব্যাপারে এখনও জোটের মধ্যে কোনও আলোচনা হয়নি।

তবে, বিরোধী জোটের নেতারা যে সিদ্ধান্তই নিন না কেন, বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ জুন, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মেয়াদে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। জওহরলাল নেহরুর পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মেয়াদে ক্ষমতায় ফিরবেন। এই অবস্থায় নির্বাচনে দলের আশানুরূপ ফলাফল না হওয়ার জন্য বিজেপির অভ্যন্তরে শুরু হয়েছে চাপানউতোর।

আরও পড়ুন- খাসতালুকেই চুরমার গেরুয়া শিবির! কারণগুলো উঠে আসছে একে একে

আরও পড়ুন- লক্ষ্যে ব্যর্থ, তবুও আশা হারাতে নারাজ মোদী-শাহ! আস্থা রাখায় দেশবাসীকে ধন্যবাদজ্ঞাপন

তারই মধ্যে মহারাষ্ট্রে বিজেপির পরাজয়ের দায়িত্ব নিয়ে উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। বুধবার এক সাংবাদিক বৈঠক ফড়নবিশ এই প্রস্তাব দেন। তিনি বলেন, 'আমি কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য সরকারের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করব। এর বদলে, আমি বিধানসভা নির্বাচনের আগে সংগঠন এবং দলের কাজে সম্পূর্ণ সময় এবং শক্তি ব্যয় করতে চাই। আমি সরকারের বাইরে থাকলে আমার সহকর্মীদের আরও বেশি করে সাহায্য করতে পারব।'

Droupadi Murmu President of India PM Narendra Modi Resignation
Advertisment