Advertisment

PM Modi: পিত্রোদার বক্তব্যকে অস্ত্র করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী, উত্তরাধিকার কর নিয়ে চরম নিশানা

নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে নিশানা করে বলেন, 'কংগ্রেসের লুটের রাজত্ব, আপনার মৃত্যুর পরেও অটূট থাকবে..."।

author-image
IE Bangla Web Desk
New Update
"Narendra Modi,Sam pitroda,Lok Sabha Elections 2024

নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে নিশানা করে বলেন, 'কংগ্রেসের লুটের রাজত্ব, আপনার মৃত্যুর পরেও অটূট থাকবে..."।

'সম্পদ পুনর্বণ্টন ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। কংগ্রেসের ইস্তেহারে থাকা 'সম্পদ পুনর্বণ্টন নিয়ে রোজই কংগ্রেসকে নিশানা করছে বিজেপি। "উত্তরাধিকার আইন নিয়ে এবার কংগ্রেসকে আক্রমণ শানালেন খোদ প্রধানমন্ত্রী মোদী। তিনি এদিন এক নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে নিশানা করে বলেন, 'কংগ্রেসের লুটের রাজত্ব, আপনার মৃত্যুর পরেও অটূট থাকবে…"। প্রধানমন্ত্রী উত্তরাধিকার কর নিয়ে স্যাম পিত্রোদার বিবৃতি নিয়ে কংগ্রেসকে চরম কটাক্ষ করেন।

Advertisment

আমেরিকায় উত্তরাধিকার কর নিয়ে কংগ্রেসের সিনিয়র নেতা স্যাম পিত্রোদার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মোদী বলেন, "কংগ্রেসের বিপজ্জনক উদ্দেশ্য একের পর এক প্রকাশ্যে আসছে। তিনি বলেন, 'রাজপরিবারের যুবরাজের উপদেষ্টা মাত্র একদিন আগেই মধ্যবিত্তের ওপর আরও কর আরোপের কথা বলেছেন'।

কংগ্রেসকে এদিন বেজায় আক্রমণ করে মোদী বলেন, "কংগ্রেস এখন উত্তরাধিকার কর আরোপের কথা বলছে অর্থাৎ, পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তির উপর কর আরোপ করা হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সম্পদ অর্জন করবেন তার উপর আপনার সন্তানের কোন অধিকার থাকবে না। কংগ্রেস সরকারের আপনার সন্তানের থেকে সেই সম্পত্তি ছিনিয়ে নেবে ।"

মোদী বলেন, "কংগ্রেসের মন্ত্র হল - জীবনের পাশাপাশি জীবনের পরেও কংগ্রেসের লুট। আপনি যতদিন বেঁচে থাকবেন, কংগ্রেস আপনাকে করের বোঝায় জীবন অতিষ্ট করে তুলবে। আপনার অবর্তমানে আপনার সন্তানকেও তারা ছাড়বে না। উত্তরাধিকার কর দিতে হবে।"

প্রবীণ কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা তাঁর বিবৃতিতে বলেছিলেন, "আমেরিকাতে উত্তরাধিকার কর আরোপ করা হয়। এর মানে কোনও ব্যক্তির মৃত্যুর পরে, তার সম্পত্তির কিছু অংশ তার উত্তারাধিকারকে দেওয়া হয় এবং একটি বড় অংশ সরকার নিজের কাছে রাখে। " পিত্রোদার এই বিবৃতিতেই এদিন হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করেন মোদী। এদিকে স্যাম পিত্রোদার বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কংগ্রেস।

loksabha election 2024
Advertisment