/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/WhatsApp-Image-2019-05-23-at-9.44.55-AM.jpeg)
বিপুল ভোটে জিতে ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য আসতে চলেছে মোদী সরকার
সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এনডিএ সরকার। শনিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে এনডিএ-র বৈঠকে জোটের নেতা হিসেবে সর্বসম্মত ভাবে নির্বাচিত হলো নরেন্দ্র মোদীর নাম।
সূত্রের খবর, আগামী ৩০ মে হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। একদিন আগেই শুক্রবার বিকেলে ষোড়শ লোকসভার প্রধান হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফা দেন মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ করেন।
At the NDA meeting in Central Hall. Watch. https://t.co/i4opBHnQg8
— Narendra Modi (@narendramodi) May 25, 2019
আরও পড়ুন, “দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে কংগ্রেস”
শপথ গ্রহণের আগে বারাণসীতে নিজের কেন্দ্রেও একবার যেতে পারেন নরেন্দ্র মোদী। বারাণসী থেকে প্রায় ৫ লক্ষের কাছাকাছি ভোটে জিতেছেন মোদী।
প্রসঙ্গত, ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে এনডিএ পেয়েছে ৩৫১টি আসন, যা ম্যাজিক ফিগার ২৭২-এর তুলনায় অনেক বেশি।
অন্যদিকে জনতার রায় মাথা পেতে মেনে নিয়ে নিজেদের হার স্বীকার করেছে কংগ্রেস। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা জানিয়েছেন রাহুল গান্ধী দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। দেশের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার নিয়ে সূর্যওয়ালা জানিয়েছেন এই চ্যালেঞ্জের মুখে দলের রাহুলের মতো এক নেতারই প্রয়োজন।