Advertisment

Kejriwal On PM Modi: 'মোদী নন, সরকার গড়বে বিরোধী জোট', হুঙ্কার কেজরির, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক

১৪০ কোটি দেশবাসীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে তাঁর হাতকে শক্তিশালী করার।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal, Bhagwant Mann, AAP

মোদী নয়, বিরোধী জোট'ই সরকার গড়বে। জেল থেকে বেরিয়েই হুঙ্কার কেজরিওয়ালের।

মোদী নয়, বিরোধী জোট'ই সরকার গড়বে। জেল থেকে বেরিয়েই হুঙ্কার কেজরিওয়ালের। পাশাপাশি ১৪০ কোটি দেশবাসীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে তাঁর হাতকে শক্তিশালী করার।

Advertisment

জেল থেকে বেরিয়েই সরাসরি বিজেপি ও মোদী সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, "আমাদের দল ও দেশবাসী বজরঙ্গবলীর আশীর্বাদধন্য। তাঁর কৃপাতে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। আর সেটা হল আজ আমি আপনাদের সামনে! জেল থেকে সরাসরি জনতার সামনে হাজির হয়েছি। আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল। মাত্র ২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। মোদী চাইছেন আপকে শেষ করে দিতে। তার জন্য তিনি সবরকমের চেষ্টা করেছেন। আমাদের দলের করতে চার শীর্ষ নেতাকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু আপের জন্ম হয়েছে বিজেপিকে শেষ করতে"।

প্রধানমন্ত্রী তাঁর দলে দেশের সবচেয়ে বড় চোরদের জায়গা দিয়েছেন: কেজরিওয়াল
কেজরিওয়াল সংবাদ সম্মেলনে মোদীকে নিশানা করে বলেন,"প্রধানমন্ত্রী মোদী বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু তিনি তার দলে দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের জায়গা দিয়েছেন। তিনি এমন সব লোকেদের দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ইডি-সিবিআই মামলা ছিল। বিজেপিতে যেতেই সেই সব নেতাদের বিরুদ্ধে সকল মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, 'তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে কেজরিওয়ালের কাছ থেকে শিখুন'।

এক জাতি, এক নেতাই মোদীর লক্ষ্য: কেজরিওয়াল
কেজরিওয়ালকে গ্রেফতারের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে একটি বড় বার্তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। আপ সুপ্রিমো বলেন, 'মোদী দেশকে বার্তা দিতে চেয়েছেন যদি আমি কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারি, তাহলে আমি যে কাউকে গ্রেফতার করে জেলে ভরতে পারি। একটি অত্যন্ত বিপজ্জনক মিশন শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশকে সেটা বুঝতে হবে। দেশের সব নেতাকে শেষ করে

একার রাজত্ব কায়েম করতে চাইছেন মোদী'।
আমি ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইতে এসেছি: কেজরিওয়াল
কেজরিওয়াল বলেন, 'আমি এই দেশকে বাঁচাতে ১৪০ কোটি মানুষের কাছে আজ ভিক্ষা চাইতে এসেছি। এই স্বৈরাচার থেকে দেশকে বাঁচান। আমি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি এবং এই লড়াইয়ে আমার আপনাদের সমর্থন দরকার। দেশের জন্য আমার শরীর, মন, উৎসর্গ। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার দেশের জন্য'।

অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে চান মোদী: কেজরিওয়াল
কেজরিওয়াল বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে তার উত্তরাধিকার করতে চাইছেন। আমি জানতে চাই মোদীর গ্যারান্টি কে পূরণ করবে? যাঁরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন তাঁদের ভাবা উচিত যে তাঁরা প্রধানমন্ত্রীর নামে ভোট দেবেন নাকি, অমিত শাহকে ভোট দেবেন'।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফার ভোট মিটতেই নিশ্চিত এবার বিজেপি ৪০০ আসন পার করতে পারবে না। কেজরিওয়াল একজন ব্যক্তি নয়, একটি চিন্তা। আপনি একজনকে জেলে ভরতে পারেন, কিন্তু আপনি কীভাবে জেলে আটকে রাখবেন? আমাদের একত্রে স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, আমি আমার সর্বশক্তি দিয়ে লড়াই করব, দেশের ১৪০ কোটি মানুষের সমর্থন চাই।

AAP Kejriwal
Advertisment