Advertisment

Lok Sabha Election 2019: "মোদীর কীসের এত ভয়, যে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননা?"

"বিজেপি সভাপতি অমিত শাহই যদি সমস্ত কথা বলেন তাহলে আর প্রধানমন্ত্রীর প্রয়োজনীয়তাটা কোথায়? বিগত পাঁচ বছরে আপনি কী কাজ করেছেন, সেটা যদি আপনি সাংবাদিকদের না বলতে পারেন, ধরে নিতে হবে আপনি মনে মনে হেরে গেছেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ ঠাকরে, ফাইল ছবি

ক্ষমতায় আসার পাঁচ বছর পর ১৭ তম সাধারণ নির্বাচনের শেষ দফার নির্বাচনের ঠিক আগে সাংবাদিক বৈঠক ডেকেও নিজে সরাসরি কোনও প্রশ্নের উত্তর দিলেন না নরেন্দ্র মোদী। সেই নিয়ে তীব্র সমালোচনা হল রাজনৈতিক মহলে। মহারাষ্ট্র নবনির্মান সেনা প্রধান রাজ ঠাকরে শনিবার বলেন প্রধানমন্ত্রী প্রশ্নের সম্মুখীন হতে ভয় পেয়েছেন। সাংবাদিক বৈঠক জুড়ে তাঁর নীরব থাকা আসলে মানসিক হারের লক্ষণ, বললেন রাজ ঠাকরে।

Advertisment

সাংবাদিকদের লক্ষ করে ঠাকরে বলেন, "বিজেপি সভাপতি অমিত শাহই যদি সমস্ত কথা বলেন তাহলে আর প্রধানমন্ত্রীর প্রয়োজনীয়তাটা কোথায়? বিগত পাঁচ বছরে আপনি কী কাজ করেছেন, সেটা যদি আপনি সাংবাদিকদের না বলতে পারেন, ধরে নিতে হবে আপনি মনে মনে হেরে গেছেন"।

আরও পড়ুন, মোদীকে মানহানির নোটিস পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

"বিগত পাঁচ বছরে একটিও সাংবাদিক বৈঠক করলেন না মোদী। কী বলতে পারি আমরা? কীসের এত ভয়, যে গণমাধ্যমের মুখমমুখি হতে পারেননা?", বললেন ঠাকরে।

মোদী সম্পর্কে দেশের নাগরিকের কী বলার আছে, সেটা শোনার মতো সাহস প্রধানমন্ত্রীর নেই। "এতগুলো বছর ধরে মোদী একা বলে গেলেন, আর মানুষ শুনল। অন্যদের কথাও যে শুনতে হবে সেটা বিশ্বাস করেন না উনি। মানুষের কথা শোনার হয় ওনার সাহস নেই, নয়তো সময় নেই", বললেন এমএনএস প্রধান।

শুক্রবার মোদীর সাংবাদিক বৈঠকের পরেই তাকে 'মন কি বাত'-এর তকমা দিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি রাজ ঠাকরে।

Read the full story in English

General Election 2019 election commission narendra modi bjp
Advertisment