Advertisment

Rahul gandhi On Modi: 'মোদীর খেলা শেষ, আর প্রধানমন্ত্রী নয়', রাহুলের শোরগোল ফেলা মন্তব্যে গরম ভোটের বাজার!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আদানি-আম্বানি মন্তব্য সম্পর্কে গান্ধী বলেন, 'নরেন্দ্র মোদী গত ১০ বছরে তার হাজার হাজার বক্তৃতায় আদানি এবং আম্বানির উল্লেখ করেননি। এখন মোদী ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনি আদানি-আম্বানির নাম নিয়েছেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Lok Sabha Polls 2024

শুক্রবার কনৌজ জেলায় এক সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। (ছবি: পিটিআই)

'মোদীর খেলা শেষ', তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হচ্ছেন না মোদী। এমনই মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার কনৌজে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় কংগ্রেস নেতা বলেন, তৃতীয় মেয়াদে আর প্রধান মন্ত্রী হচ্ছেন না মোদী।

Advertisment

কনৌজে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবের সমর্থনে ইণ্ডিয়া জোটের একটি যৌথ সমাবেশে ভাষণ দিতে গিয়ে গান্ধী বলেন, "লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গিয়েছেন মোদী"। একই সঙ্গে দেশের যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে মোদী নিজের হার বুঝে গিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্য তিনি এখন দেশের যুব সমাজের মনোযোগ সরানোর জন্য কিছু 'নাটক' করার চেষ্টা করবেন। গান্ধী বলেন, “আপনারা এটা লিখে নিন নরেন্দ্র মোদী আর দেশের প্রধানমন্ত্রী পদে থাকবেন না"।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আদানি-আম্বানি মন্তব্য সম্পর্কে গান্ধী বলেন, 'নরেন্দ্র মোদী গত ১০ বছরে তার হাজার হাজার বক্তৃতায় আদানি এবং আম্বানির উল্লেখ করেননি। এখন মোদী ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনি আদানি-আম্বানির নাম নিয়েছেন"।

rahul gandhi
Advertisment