আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানের হার বাড়াতে বিরোধী নেতাদের কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এবং এম কে স্ট্যালিনকে ট্যাগ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী। সে টুইটে তিনি ভোটারদের অধিক পরিমাণ অংশগ্রহণ সুনিশ্চিত করতে আবেদন করেছে।
বুধবার সকালে একগুচ্ছ টুইট করেছেন মোদী। সেখানে তিনি বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কাছে ভোটদানের হারবৃদ্ধি সুনিশ্চিত করতে তাঁদের সহায়তা করতে বলেছেন। এর মধ্যে বিনোদন থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, সংবাদমাধ্যম, বাণিজ্য এবং আধ্যাত্মিক নেতারাও রয়েছেন।
বিরোধী নেতারা ছাড়াও প্রধানমন্ত্রী বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও এই আহ্বান রেখেছেন। এর মধ্যে রয়েছেন নবীন পট্টনায়ক, এইচ ডি কুমারস্বামী, এন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, পবন চামলিং, সর্বানন্দ সোনোয়াল, কনরাড সাংমা এবং নেইফিউ রিও।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন এখানে
পূর্বসূরী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও আবেদন করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি একটি ভোটের শক্তি জানেন। বহুল সংখ্যায় যোগদান করে গণতন্ত্রের উৎসবকে যাতে মানুষ সাফল্যমণ্ডিত করে তোলেন সে ব্যাপারে তাঁদের আহ্বান করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন ক্রিকেটার এম এস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকেও। ক্রিকেটের মাঠে “সর্বদা অনন্য রেকর্ডধারী“রা যাতে নির্বাচনে নতুন রেকর্ড গঠিত হয়, সেজন্য যাতে তাঁরা চেষ্টা করেন, সে ব্যাপারে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। কিদাম্বি শ্রীকান্ত, পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়ালকেও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নীরজ চোপড়া, যোগেশ্বর দত্ত এবং সুশীল কুমারকেও মানুষকে উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন মোদী।
রুপোলি জগতের তারকা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, মোহনলাল, সলমন খান, আমির খান সহ আরও বেশ কয়েকজনের কাছে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
"থোড়া দম লাগাইয়ে ঔর ভোটিং কো এক সুপারহিট কথা বানাইয়ে", অক্ষয় কুমার, ভূমি পেডনেকর এবং আযুষ্মান খুরানার কাছে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রণবীর সিং, বরুণ ধাওয়ান এবং ভিকি কৌশলকে তিনি বলেছেন, "অনেক যুবকেরা আপনাদের শ্রদ্ধা করে। এবার আপনাদের বলার সময় এসেছে যে 'আপনা টাইম আ গয়া' এবং সময় এসেছে আপনাদের নিকটবর্তী ভোট কেন্দ্রে 'জোশের' সঙ্গে গিয়ে ভোট দেওয়া।"
সলমন খান এবং আমির খানকে তাঁদের অভিনীত ছবি "আন্দাজ আপনা আপনা"র প্রসঙ্গ উল্লেখ করে বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী।
মুখ্যমন্ত্রীর অনুরোধ পৌঁছেছে লতা মঙ্গেশকর, শচীন তেণ্ডুলকর এবং এ আর রহমানের কাছেও।
অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মত মেগা তারকা এবং করণ জোহরের মত চলচ্চিত্র নির্মাতারাও অনুরুদ্ধ হয়েছেন।
গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করে বেশ কয়েকজন সাংবাদিককে ট্যাগ করেছেন মোদী, আর্জি জানিয়েছেন যাতে বেশি সংখ্যক ভোটদানের ব্যাপারে তাঁরা সচেতনতা গড়ে তোলেন।
মোদী শ্রী শ্রী রবিশংকর, সদগুরু এবং রামদেবের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাঁরা গণতান্ত্রিক অংশগ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন। রতন টাটা, আনন্দ মহিন্দ্রা এবং আশিস চৌহানের কাছেও এ ব্যাপারে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
Read the Full Story in English