Advertisment

Lok Sabha Election 2024: মোদীর বর্ণাঢ্য রোড'শো-তে 'নিখোঁজ' প্রার্থী স্বয়ং! 'আমন্ত্রণই জানানো হয়নি', মন্তব্যে তোলপাড়

'মিশন সাউথ'-এর অধীনে মঙ্গলবার কেরলের পালাক্কডে রোড'শোতে আমন্ত্রণের তালিকা নেই প্রার্থী স্বয়ং!

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi Kerala roadshow, PM Narendra Modi’s Kerala roadshow, Narendra Modi, Indian express news, current affairs

মঙ্গলবার কেরালার পালাক্কাদে রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই

মঙ্গলবার কেরলের পালাক্কডে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এটা ছিল রাজ্যে মোদীর পঞ্চম সফর।

Advertisment

২৪-এর লোকসভা ভোটের নির্ঘন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে কমিশন। লোকসভা নির্বাচনে জয়ের নতুন রেকর্ড গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদী। 'মিশন সাউথ'-এর অধীনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০.৩০টা থেকে কেরালার পালাক্কডে একটি রোড শো করেন। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেও তিনি ধারাবাহিকভাবে দক্ষিণের রাজ্যগুলিতে একের পর এক সফর করছেন। আধ ঘন্টা ধরে চলে এই রোডশো। তাঁর সঙ্গে ছিলেন দলের প্রার্থী সি কৃষ্ণকুমার (পালাক্কাড), নিবেদিতা সুব্রামানিয়ান (পোনানি) এবং বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।

এদিকে এই রোড'শো ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনুষ্ঠানের সময় বিজেপিকে এনডিএর মুসলিম প্রার্থীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায়। বিজেপির মালাপ্পুরম প্রার্থী আব্দুল সালামের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে, সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে বালান অভিযোগ করেছেন ধর্মীয় কারণেই তাঁকে রোড'শো-তে আমন্ত্রণ জানানো হয়নি। বালান দাবি করেছেন এটি মানুষ কে "ভুল বার্তা" দিচ্ছে।

এদিকে মালাপ্পুরম এনডিএ প্রার্থী আব্দুল সালাম বলেন, 'আমি মোদীর সঙ্গে দেখা করতে এবং মালাপ্পুরমে প্রচারে অংশ নিতে জানাতে পালাক্কাডে গিয়েছিলাম। রোডশো'তে অংশ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনুষ্ঠানের আমন্ত্রিত নেতাদের তালিকায় আমার নাম ছিল না”। প্রধানমন্ত্রী মোদী একদা কেরলকে সোমালিয়ার সঙ্গে তুলনা করেছিলেন বলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ X-এ পোস্টে উল্লেখ করে বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী কী এবার অবশেষে তার বিভ্রান্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন....?"

আরও পড়ুন : Lok Sabha Elections 2024: ভোটের আগে বেফাঁস মন্তব্যে তুমুল বিতর্ক, চাপে পড়ে ক্ষমা চাইলেন মোদীর মন্ত্রী

modi loksabha election 2024
Advertisment