Advertisment

আদিবাসী মন জিততে ভোটের আগেই তৎপর মোদী, বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে এলাহি আয়োজন

দুদিনের ঝাড়খণ্ড সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Pm modi, pm narendra modi, birsa munda, birsa munda birth anniversary, jharkhand day, India

ভোটের আগে আদিবাসী মন জিততে মরিয়া মোদী, বিরসা ভগবান’-এর জন্মবার্ষিকীতে ২৪ হাজার কোটি প্রকল্পের শিলান্যাস

আদিবাসীদের ক্ষমতায়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৫ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদী বিশেষত দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির উন্নয়নে চালু করতে চলেছেন এক বিশেষ অভিযান। এর মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হবে। দুদিনের ঝাড়খণ্ড সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার ঝাড়খণ্ডে পৌঁছেছেন এবং মঙ্গলবার রাতে রাঁচিতে রোড শো করেছেন। বুধবার বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ড থেকেই ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’-র সূচনা করবেন তিনি। এদিন সকালে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানোর পর, প্রধানমন্ত্রী মোদী  বিরসা মুণ্ডার জন্মস্থান খুন্তি জেলায় যাবেন। যেখানে তিনি ২৪ হাজার কোটি টাকার  জনকল্যাণমূলক প্রকল্প চালু করবেন। প্রধানমন্ত্রী মোদি খুন্তি জেলার বিরসা মুণ্ডার জন্মস্থান উলিহাটু  গ্রামেও যাবেন এবং তৃতীয় আদিবাসী গর্ব দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন।

প্রধানমন্ত্রী মোদী ২৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পগুলি চালু করবেন তা বিশেষত দুর্বল আদিবাসী শ্রেণীকে কেন্দ্র করে। ঝাড়খণ্ড থেকেই 'বিকাশ ভারত সংকল্প যাত্রা' শুরু করবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি রাজ্যে ৭২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের  ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। ঝাড়খণ্ড দিবস সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ঝাড়খণ্ড খনিজ খনির পাশাপাশি সাহসিকতা এবং আত্মসম্মানের জন্য পরিচিত।  এখানে আমার পরিবারের সদস্যরা দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় রাস্তা, টেলিকম সংযোগ, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল এবং বাড়ি দেওয়া হবে।

আরও পড়ুন: < ‘গোল্ডেন পাসপোর্টে’ নিরাপদ আশ্রয়, ৬৬ ভারতীয়’র তালিকায় বিনোদ আদানি, পঙ্কজ ওসওয়াল >

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাঁচিতে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ মোদী লিখেছেন, 'বিরসা মুন্ডাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আদিবাসী গর্ব দিবসের এই বিশেষ উপলক্ষ্যে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা'। প্রধানমন্ত্রী মোদী আজ বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'বিকাশ ভারত সংকল্প যাত্রা'ও চালু করবেন।

১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি থেকে বিকশিত ভারত অভিযান শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দশ বছরে জনগণের জন্য কেন্দ্রীয় সরকার যে যে কাজ করেছে, তার এক ঝলক দেখা যাবে এই অভিযানে। এর সঙ্গে উপজাতিদের জীবনযাত্রার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সামগ্রিক পরিকল্পনার চিত্র তুলে ধরা হবে। স্বাধীনতার পর এই প্রথম আদিবাসী গর্ব দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৩-২৪ সালের বাজেটে, কেন্দ্রীয় সরকার বিশেষভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী বা পিভিটিজিগুলির (PVTG) আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী পিভিটিজি বিকাশ অভিযানের ঘোষণা করেছিল।

modi
Advertisment