Advertisment

মিথ্য়া কথা বলায় মোদীর প্রতিদ্বন্দ্বী হতে পারব না: রাহুল

‘‘বিহারে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নেই, সুযোগসুবিধা নেই। এটা আপনাদের ভুল নয়।এটা আপনাদের মুখ্য়মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গাফিলতি’’

author-image
IE Bangla Web Desk
New Update
modi, rahul

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী

বিহারে ভোটযুদ্ধের প্রথম দিনই প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারকে টার্গেট করলেন রাহুল গান্ধী। ‘‘বিহারে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নেই, সুযোগসুবিধা নেই। এটা আপনাদের ভুল নয়।এটা আপনাদের মুখ্য়মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গাফিলতি’’, এ ভাষাতেই একযোগে মোদী-নীতীশকে আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Advertisment

পশ্চিম চম্পারণ জেলায় ভোটপ্রচারে এদিন সোনিয়া-পুত্র আরও বলেছেন, ‘‘এখন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলছেন না যে তিনি ২ কোটি চাকরি দেবেন। কারণ, বিহারবাসী বুঝতে পেরেছেন, তিনি মিথ্য়া কথা বলেছেন। আমি গ্য়ারান্টি দিয়ে বলতে পারি যে, আজ যদি প্রধানমন্ত্রী যুবকদের ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেন, তবে জনতা চিৎকার করে বলবে উনি মিথ্য়া কথা বলছেন’’।

আরও পড়ুন: বিহারে রাম মন্দিরকে হাতিয়ার করে ‘হিন্দুত্ব’ উস্কে দেওয়ার মরিয়া চেষ্টা মোদীর

মোদীকে নিশানা করে রাগা বলেছেন, ‘‘দেশকে দিশা দেখিয়েছিল কংগ্রেস। আমরা মনরেগা দিয়েছিলাম, কৃষকদের ঋণ মকুব করেছিলাম। আমরা জানি, কীভাবে দেশ চালাতে হয়, কীভাবে কৃষকদের পাশে দাঁড়াতে হয়, কীভাবে কর্মসংস্থান করতে হয়। কিন্তু হ্য়াঁ, আমাদের একটা ঘাটতি ছিল...আমরা জানি না, কীভাবে মিথ্য়া কথা বলতে হয়। মিথ্য়া কথা বলায় মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারব না’’।

আরজেডি নেতা তথা মহাজোটের মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সমর্থনে কংগ্রেস সাংসদ বলেছেন, নতুন দিশা দেখাবেন তেজস্বী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi rahul gandhi Bihar Elections
Advertisment