Advertisment

কেসিআরকে কমিশনের গুঁতো…! নির্বাচনের আগেই জারি এই বড় নির্দেশ

তেলেঙ্গানা সরকারের একটি প্রকল্প নিয়ে আজ বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Telangana assembly election, Telangana election, Rythu Bandhu scheme, KCR, BRS, Telangana CM, EC, Election Commission, EC on Rythu Bandhu scheme, latest news",

কেসিআরকে কমিশনের গুঁতো...! নির্বাচনের আগেই জারি এই বড় নির্দেশ

তেলেঙ্গানা সরকারের একটি প্রকল্প নিয়ে আজ বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন (ইসি) রাইথুবন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা বিতরণের জন্য তেলেঙ্গানা সরকারকে দেওয়া অনুমতি প্রত্যাহার করেছে। নির্বাচন কমিশন তেলেঙ্গানা সরকারের 'রাইথুবন্ধু প্রকল্প' চালিয়ে যাওয়ার অনুমতি প্রত্যাহার করেছে। এই প্রকল্পের অধীনে, সরকার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছিল কেসিআর সরকার। নির্বাচন কমিশন এক নির্দেশে বলেছে যে যতক্ষণ পর্যন্ত রাজ্যে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকবে, ততক্ষণ এই প্রকল্পের অধীনে কোনও আর্থিক সহায়তা প্রদান করা যাবে না।

Advertisment

তেলেঙ্গানা সরকারের সেচ, বিপণন এবং আইন বিষয়ক মন্ত্রী টি হরিশ রাও জনগণকে আর্থিক সহায়তা প্রদানের জন্য 'রাইথুবন্ধু প্রকল্প' ঘোষণা করেছিলেন। টি হরিশ রাও বলেছিলেন যে ২৮ নভেম্বর এই প্রকল্পের সুবিধা ভোগীদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে।
নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনের আগে রাইথুবন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তেলেঙ্গানা সরকারকে দেওয়া অনুমতি বাতিল করেছে। এর আগে, নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি কার্যকর হওয়া সত্ত্বেও কিছু কারণে রাজ্য সরকার কর্তৃক কিস্তি বিতরণের অনুমোদন দিয়েছিল। এই শর্তে রাজ্য সরকার এই প্রকল্পের প্রচার করবে না। কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী শর্ত লঙ্ঘন করে আর্থিক ত্রাণ বিতরণের ঘোষণা করেন।


তেলেঙ্গানায় ৩০ শে নভেম্বর নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আচরণবিধি কার্যকর হয়। এমতাবস্থায় কোনো দল বা প্রার্থী উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন বা কোনো ধরনের পরিকল্পনা ঘোষণা করতে পারবেন না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।

KCR
Advertisment